বাংলাদেশের গণঅভ্যূত্থানের ১ মাস পূর্ণ হওয়ার আলমডাঙ্গায় ছাত্র-জনতার শহিদী মার্চ পালন
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ৬, ২০২৪
58
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গায় বাংলাদেশের গণঅভ্যূত্থানের ১ মাস পূর্ণ হওয়ার দারপ্রান্তে দাঁড়িয়ে শহীদদের স্মরণে ছাত্র-জনতার শহিদী মার্চ পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর বিকেলে আলমডাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে স্বাধীনতা স্তম্ভ’৭১-চারতলার মোড় ঘুরে শহীদ মিনারে এসে শেষ হয় শহিদী মার্চ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে অংশ নেয়। আন্দোলনে ছাত্রদের হত্যকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্ররা।
এছাড়াও আন্দোলনে যারা আহত রয়েছেন তাদের সুচিকিৎসার দাবি জানানো হয় বিক্ষোভ থেকে। দেশ বিরোধী ষড়যন্ত্রে যারা লিপ্ত তাদের বিরুদ্ধে ছাত্রদের কঠোর অবস্থানে থাকার আহ্বান জানানো হয় কর্মসূচি থেকে।