১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গার জামজামি ইউনিয়নে বাংলাদেশ জামায়াত ইসলামীর গণসমাবেশ ও দোয়া মাহফিল

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ৫, ২০২৪
53
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নে বাংলাদেশ জামায়াত ইসলামীর গণসমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৪ সেপ্টেম্বর বিকেল জামজামি ইউনিয়ন জামায়াতের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ও আহতদের রোগ মুক্তি কামনায় ভূমি অফিস চত্বরে গণসমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


জামজামি ইউনিয়ন জামায়াতের আমীর ফজলুল হকের সভাপতিব প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি এ্যাডভোকেট মোঃ মাসুদ পারভেজ রাসেল। এসময় তিনি বলেন, দেশের মানুষ স্বৈরাচারী সরকারের একটা জুলুম নির্যাতনের পর আজ বাংলাদেশ জামায়াতে ইসলামি তথা দেশের জনসাধারণ তাদের কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছে। স্বাধীনভাবে বেচে থাকার অধিকার ফিরে পেয়েছে। তিনি আরো বলেন খুনি শেখ হাসিনা সরকার চেয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে এদেশ থেকে নিষিদ্ধ করতে তারা আজ কোথায়? তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে । দেশে আওয়ামীলীগ আজ শুধু নামেই বাস্তবে তাদের ইতিহাসের সমাপ্তি ঘটেছে।


বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর ও নাগদাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দারুস সালাম, উপজেলা জামায়াতের সাবেক আমীর আসাদুজ্জামান সোনা, উপজেলা শাখার সেক্রেটারি মামুন রেজা, উপজেলা শাখার সহকারী সেক্রেটারি আলমডাঙ্গা মহিলা কলেজের প্রভাষক শফিউল আলম বকুল, সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম।

জামজামি ইউনিয়ন জামায়াতের অফিস সম্পাদক নাসির উদ্দিন এবং জামজামি ইউনিয়ন উলামা বিভাগের সভাপতি নুর ইসলামের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ডাউকি ইউনিয়ন শাখার আমীর সজীবুর রহমান, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের আলমডাঙ্গা থানা শাখার সভাপতি রবিউল ইসলামসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামজামি ইউনিয়নে সকল ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি ও বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram