আলমডাঙ্গায় প্রতিবন্ধীর বাড়ির যাতায়াতের পথ বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন
আলমডাঙ্গায় প্রতিবন্ধীর বাড়ির যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসি। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার আলতায়েবা মোড়ে বিজিবি সদস্য সিরাজুল ইসলামের বিরুদ্ধে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। একমাত্র যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ায় দীর্ঘ ৪ মাস ধরে চরম দুর্ভোগের শিকার প্রতিবন্ধীর পরিবারটি। এ ঘটনা আলমডাঙ্গা পৌর এলাকার ৬ নং ওয়ার্ড গোবিন্দপুর গ্রামের মন্ডলপাড়ার।
জানা গেছে, আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামের মন্ডলপাড়ার প্রতিবন্ধী কোরবান আলী কবিরাজ দীর্ঘ ৩৫ বছর আগে জমি কিনে বাড়ি করেন। তখন ওই এলাকায় আর কোন বাড়ি ছিল না। পরবর্তীতে প্রতিবন্ধী কোরবান আলীর অনুরোধে পাশ্ববর্তী জমির মালিক উম্বাদ আলীর ছেলে রেজাউল হক তাদের জমির মাঝ দিয়ে চলাচলের রাস্তা তৈরি করে দেন। কয়েক বছর আগে সিরাজুল ইসলাম নামের এক বিজিবি সদস্য প্রতিবন্ধীর চলাচলের রাস্তার একপাশের জমি ক্রয় করে বাড়ি নির্মাণ করেন। তার কিছুদিন পর বাড়ির পিছনের জমি টুকুও ক্রয় করেন তিনি। গত ৪ মাস আগে বিজিবি সদস্য সিরাজুল ইসলাম প্রতিবন্ধী কোরবান আলীর যাতায়াতের একমাত্র রাস্তা প্রাচীর উঠিয়ে বন্ধ করে দেন। পথ বন্ধ করে দেওয়ায় ঘরবন্দি হয়ে পড়েন কুরবান আলীর পরিবার।
প্রতিবন্ধির বাড়িতে যাওয়া আসার পথ বন্ধ করে আবদ্ধ করে রাখার প্রতিবাদে অত্র এলাকাবাসি গতকাল শহরের আল তায়েবা মোড়ে মানববন্ধনের আয়োজন করে। প্রতিবন্ধিকে ৪ মাস পর কয়েকজন ধরে বাড়ি থেকে বের করে ভ্যান যোগে মানববন্ধনে নিয়ে আসে এলাকাবাসী। মানববন্ধনে উপস্থিত ছিলেন পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ডালিম হোসেন, পৌর জামায়াতের সহকারি সেক্রেটারি নুর মোহাম্মদ হোসাইন টিপু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিন্টু, মা (প্রাঃ) ক্লিনিকের স্বত্তাধিকারী আনোয়ার হোসেন জালাল, এলাকাবাসির মধ্যে লাল মিয়া, রুস্তম আলী, জিল্লুর রহমান মহুরী, শফিকুল ইসলম, তানভির আহমেদ, আকাশ, আব্দুর রহমান, রফিকুল ইসলাম, কাতব আলী প্রমুখ।
মানববন্ধনে প্রতিবন্ধী কুরবান আলী কবিরাজ জানান, তার পরিবারের উপার্জন করার কেউ নেই। তিনি শারীরিক প্রতিবন্ধী হওয়ায় ভ্যানে চলাফেরা করেন। যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ায় তার পরিবারটি গত ৪ মাস ধরে মানবেতর জীবনযাপন করছে। ৪ মাস ধরে তিনি বাড়িতে বন্দি অবস্থায় রয়েছেন। বিজিবি সদস্য সিরাজুল জমি কেনার অনেক আগেই ওই জমির মালিক পথটি তৈরী করে দিয়েছিলেন তাদের যাওয়া আসার জন্য। সেই পথটি বিজিবি সদস্য বন্ধ করে দিয়েছেন।
কোন অজুহাতে প্রতিবন্ধীর পরিবারের যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছেন সিরাজুল ইসলাম? এ প্রশ্নের জবাবে প্রতিবন্ধী কোরবান আলী জানান, সিরাজুল ইসলামের ভাষ্য, এটি তার কেনা জমি। তাই তার জমি দিয়ে যেতে দিবে না। সিরাজুল প্রতিবন্ধীকে জমি বিক্রি করে দিয়ে এখান থেকে চলে যাওয়ার চাপ দিচ্ছে ।
পৌরসভার ৬ নং ওয়ার্ড গোবিন্দপুর গ্রামের কাউন্সিলর ডালিম হোসেন জানান, দীর্ঘদিন ধরে এই পথ দিয়ে দুটি পরিবার যাওয়া আসা করছেন। ১৬ বছর আগে কুরবান আলী উঠানে পড়ে যাওয়ার পর থেকে তিনি আর হাঁটাচলা করতে পারেন না। তিনি ভ্যানে করে চলাফেরা করেন। প্রতিবন্ধি কুরবান আলীর কোন ছেলে নেই। তিনি যা উপার্জন করেন তা দিয়েই তার সংসার চলে। জমির পূর্বের মালিকের ৪৬ শতক জমি । তার মধ্যে ৪৫ শতক বিক্রয় করেছেন। ১ শতক জমি অবশিষ্ট আছে। যেটা পথ হিসেবে রেখে দিয়েছেন। সেই পথ বিজিবি সদস্য সিরাজুল ইসলাম দখলে নিয়েছেন। পথ বন্ধ করে দেওয়ার পর জেলা প্রশাসক বরাবর অভিযোগ করা হয়েছে। জেলা প্রশাসকের অফিস থেকে আলমডাঙ্গা ভূমি অফিসে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।