৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা পৌরসভায় নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াত নেতাকর্মিরা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ৪, ২০২৪
86
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা পৌরসভায় নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা শাখার নেতাকর্মিরা। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে পৌরসভা কার্যালয়ে পৌর প্রশাসক মিজানুর রহমানের সাথে উপজেলা জামায়াতের আমীর দারুস সালামের নেতৃত্বে নেতাকর্মীরা সৌজন্য সাক্ষাৎ করেন। আলমডাঙ্গা পৌরসভার মেয়র হাসান কাদির গনুকে অপসারনের পর চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিজানুর রহমান পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।


সৌজন্য সাক্ষাৎকালে জামায়াতের নেতাকর্মিরা পৌরসভা ও পৌর এলাকার রাস্তা-ঘাটের বেহাল অবস্থা, সকল নাগরিকের সেবার কার্যক্রম, সমস্যা, সুবিধা-অসুবিধার দিকগুলো তুলে ধরেন তারা।


পৌর প্রশাসক মিজানুর রহমান পৌরসভা ও পৌর এলাকার সকল সমস্যাগুলো দ্রæত সমাধানের আশা ব্যক্ত করেন।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারি মামুন রেজা, পৌর জামায়াতের আমির মাহের আলী, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন, উপজেলা তারবিয়াত সেক্রেটারি বিলাল হোসেন, সহকারি সেক্রেটারি প্রভাষক শফিউল আলম বকুল, ইসলামী ছাত্রশিবিরের আলমডাঙ্গা উপজেলা সভাপতি রবিউল ইসলাম, কালিদাসপুর ইউনিয়ন জামায়াতের আমির আসাদুল হক ও বেলগাছি ইউনিয়ন জামায়াতের আমির আমান উদ্দিন, পৌর কাউন্সিলর সদর উদ্দিন ভোলা, খন্দকার মজিবুল ইসলাম, মুন্সি সাইফুল ইসলাম, আব্দুল গাফফার, আশরাফুল হোসেন বাবুসহ পৌরসভার সকল কাউন্সিলর এবং পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram