আলমডাঙ্গায় ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ
আলমডাঙ্গা উপজেলায় ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির নিমিত্তে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন করা হয়। ২ সেপ্টেম্বর সোমবার আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিস চত্তরে এ বীজ ও সার বিতরণ করা হয়।
মাসকলাই বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আঁখি, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা এজেডএম ওবাইদুল্লাহ, উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা এএস মাহমুদ শাহারিয়ার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা রিসোর্চ সেন্টারের ইন্সটেক্টর জামাল হোসেন, বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাখছুরা জান্নাত, পল্লি সঞ্চল ব্যাংক কর্মকর্তা শেফালি বেগম, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস।
উপসহকারি কৃষি কর্মকর্তা আহসান উল হক শাহীনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপসহকারি কৃষি কর্মকর্তা আব্দুর রফিক, আশরাফুল আলম, আল হেলাল উদ্দিন, মতিয়ার রহমান, শাহিন আলম, নাজমুল হোসেন, জাহিদুল ইসলাম, শারমিন আক্তারর, রজনি খাতুন কৃষক ইয়ামিন, আব্দুল্লাহ, সিদ্দিক, শারমিন শিলা, স্বাধীনা আক্তার প্রমুখ।