৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বন্যা দুর্গতদের সাহায্যার্থে নগদ অর্থ তুলে দিলেন কালিদাসপুর দক্ষিণপাড়াবাসী ও ফেইথ-৮৯ বন্ধু সংগঠন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ৩, ২০২৪
56
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা গণত্রাণ কমিটির প্রধান সমন্বয়কের হাতে বন্যা দুর্গতদের সাহায্যার্থে নগদ অর্থ তুলে দিলেন কালিদাসপুর দক্ষিণপাড়াবাসী ও ফেইথ-৮৯ বন্ধু সংগঠন। ২ সেপ্টেম্বর সোমবার সকালে আলমডাঙ্গা বণিক সমিতির কার্যালয়ে গণত্রাণ কমিটির সমন্বয়কদের হাতে কালিদাসপুর দক্ষিণপাড়াবাসী ৫২ হাজার ও ফেইথ-৮৯ বন্ধু সংগঠন ৩৩ হাজার টাকা তুলে দেন এসব সংগঠনের নেতৃবৃন্দ।


স্মরণকালের ভয়াবহ বন্যায় দেশের বেশ কয়েকটি জেলার প্রায় অর্ধ কোটি মানুষ পানিতে দুর্বিসহ অবস্থায় বসবাস করছেন। বানভাসি এসব মানুষের জীবন বাঁচাতে গঠিত হয়েছে আলমডাঙ্গা গণত্রাণ কমিটি। ইতোমধ্যে ১৪ জন তরুণের একটি প্রশিক্ষিত রেসকিউ টিম বন্যাপীড়িত লক্ষ্ীপুরের দুর্গম এলাকায় কাজ করছে।

বন্যাপীড়িতদের প্রতিদিনের আহার, পোষাক, ঔষধ ও বন্যা পরবর্তী পূনর্বাসনকে সামনে রেখে আলমডাঙ্গা গণত্রাণ কমিটির ব্যানারে পুরো আলমডাঙ্গাবাসি একযোগে কাজ করছেন। প্রতিদিন বৈঠকে বসছেন সমন্বয়করা। বিশাল এই কর্মযজ্ঞে ১৩ জন সমন্বয়ক ও ১৫০ জন স্বেচ্ছাসেবক আলমডাঙ্গাবাসিকে একত্রিত করে এক অনন্য নজির স্থাপন করেছেন।


আলমডাঙ্গা গণত্রাণ কমিটির সমন্বয়ক ও বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারন সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুনের উপস্থিতিতে উপস্থিত ছিলেন কালিদাসপুর দক্ষিনপাড়া জামে মসজিদের সভাপতি হাজী মুনসুর আলী, কালিদাসপুর গ্রামের আসহাব উল হক লিন্টু, এমদাদুল হক ডাবু, আহসান উল হক শাহীন, আলা উদ্দিন, হাফিজুর রহমান, মারফত আলী, রহিদুজ্জামান, একে আজাদ কলি, আবু জাফর বাবলু, সজিব,অংকন, আবির, এসেম, আকাশ প্রমুখ।


সন্ধ্যায় আলমডাঙ্গার বন্ধু সংগঠন ফেইথ-৮৯ ত্রান কমিটির অস্থায়ী কার্যালয়ে প্রধান সমন্বয়ক শাফায়েতুল হিরোর হাতে ৩৩ হাজার টাকা দান করে। এসময় উপস্থিত ছিলেন বন্ধু সংগঠনের আমিনুল ইসলাম লিপু, লাল্টু, আইয়ুব,আশিষ, দেলোয়ার, দিলু। আরো আলমডাঙ্গা গণত্রাণ কমিটির সমন্বয়ক হাবিবুল করীম চঞ্চল, ফিরোজ ইফতেখার, এমদাদ হোসেন, মাওলানা ইমদাদুল হক, ফজলুল হক শামীম ও শরিফুল ইসলাম পিন্টু।


উল্লেখ্য, আলমডাঙ্গা গণত্রাণ সমিতির ১৪ সদস্যের যে রেসকিউ টিম বন্যাদুর্গত এলাকায় কাজ করছে, ইতোমধ্যে এ টিমটি শ্রেষ্ঠ টিম হিসেবে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার আস্থা অর্জন করেছেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram