আলমডাঙ্গায় ধানে বীজ ক্রয় করে জেনারেটর পেলেন কৃষক সাইফুল ইসলাম
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ৩, ২০২৪
102
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গায় ধানীগোল্ড ধানের বীজ ক্রয় করে জেনারেটর পেলেন কৃষক সাইফুল ইসলাম। ২ সেপ্টেম্বর সন্ধ্যায় জাফর বীজ ভান্ডার থেকে সাইফুল ইসলাম ইসলাম হাতে এসিআই সীডের দেওয়া জেনারেটর তুলে দেওয়া হয়।
জানাগেছে, ঝিনাইদাহ জেলার হরিনাকুন্ড উপজেলার শ্রীফলতলা গ্রামের কৃষক সাইফুল ইসলাম আলমডাঙ্গার জাফর বীজ ভান্ডার থেকে ৪ কেজি ধানী গোল্ড ধানের বীজ ক্রয় করেন। এসিআই সীড“র আমন উৎসব ২০২৪‘ ধানী গোল্ড ধানের বীজ ক্রয় করে লটারিতে সাইফুল ইসলাম একটি জেনারেটর বিজয়ী হন।
সোমবার সন্ধ্যায় এসিআই সীড“র দেওয়া জেনারেটর জাফর বীজ ভান্ডার থেকে সাইফুল ইসলামের হাতে তুলে দেন এসিআই সীডের সিনিয়র মার্কেটিং অফিসার বাহার উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন জাফর বীজ ভান্ডারের স্বত্তাধিকারী শেখ আব্দুর জব্বার, কৃষক বন্ধু বীজ ভান্ডারের মালিক শিমুল হোসেন, সেলিম প্রমুখ।