১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নিজের ওমরা হজ্জের টাকা বন্যা দুর্গতদের সাহায্যের জন্য তুলে দিলেন তৌহিদুর রহমান দুদু

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ৩, ২০২৪
83
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

নিজের ওমরা হজ্জের টাকা বন্যা দুর্গতদের সাহায্যের জন্য তুলে দিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর কাছে এক অনন্য নজির স্থাপন করলেন তৌহিদুর রহমান দুদু। আলমডাঙ্গা জেহালা ইউনিয়নের গড়গড়ি গ্রামের বাসিন্দা তৌহিদুর রহমান দুদু ওমরা হজ্জের ১ লাখ ১০ টাকা হাজার টাকা জেলা জামায়াতের আমীর রুহুল আমীনের হাতে তুলে দিলেন । ২ সেপ্টেম্বর সোমবার আসরের নামাজের পর তৌহিদুর রহমান দুদু ওমরা হজ্জের জন্য অল্প অল্প করে গচ্ছিত করা টাকা বন্যা দুর্গতদের সাহায্যের জন্য তুলে দেন।


চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর রুহুল আমীন নেতাকর্মিদের সাথে নিয়ে জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ রেলগেট জামে মসজিদে আসরের নামাজ আদায় করেন। নামাজ পরে মুসল্লীদের সাথে ইসলামের সুমহান আদর্শ সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী এই বাংলাদেশ কি করতে চাই সে সম্পর্কেও সকলেল সাথে আলোচনা করেন।


তৌহিদুর রহমান দুদু আলমডাঙ্গা উপজেলা জেহালা ইউনিয়নের গড়গড়ি গ্রামের বাসিন্দা । তিনি জানান, দীর্ঘদিন ধরে অল্প অল্প করে টাকা গচ্ছিত করে রেখেন। এ বছর ওমরা হজ্জে যাওয়ার কথা ছিল। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি ও বানভাসি মানুষের কথা চিন্তা করে হজ্জে যাওয়া স্থগিত করেন। হজ্জের সমস্ত টাকা বানভাসি মানুষের জন্য দেওয়ার চিন্তা করেন। এই অর্থ কিভাবে ব্যয় করবেন? মাধ্যমে হিসাবে বেছে নিলেন এই দেশের বর্তমান সময়ের মানবতার ফেরিওয়ালা সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে। তার গচ্ছিত ১লাখ ১০ হাজার টাকা চুয়াডাঙ্গা জেলার জামায়াতের আমির মো: রুহুল আমিনের হাতে তুলে দেন।


এই সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি এ্যাড আসাদুজ্জামান, বাইতুল মাল সেক্রেটারি কামাল হোসেন, উপজেলা জামায়াতে আমির দারুস সালাম, উপজেলা সেক্রেটারি মামুন রেজা, উপজেলা সহ- সেক্রেটারি প্রভাষক শফিউল আলম বকুল, ইউনিয়ন আমির আব্দুল আজিজ, সেক্রেটারি আমজাদ হোসেন, সাংগঠনিক সেক্রেটারি আব্দুর রহমানসহ ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram