আলমডাঙ্গায় উপজেলা ও পৌর বিএনপি উদ্যোগে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আলমডাঙ্গায় উপজেলা ও পৌর বিএনপি পতাকা উত্তোলন ও দোয়া মাহফিল মাধ্যমে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। ১ সেপ্টেম্বর দিনটি উপলক্ষে সকাল ১০ টায় সাদাব্রিজ মোড়ে আক্তারুজ্জামানের বাড়ির সামনের দলীয় কার্যালয়ে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পতাকা উত্তোলন ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান জোয়ার্দ্দারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আমিনুল হক রোকন, পৌর বিএনপির সাধারন সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য ইমদাদুল হক ডাবু, উপজেলা বিএনপির সহসাধারন সম্পাদক হাজী মকবুল হোসেন, পৌর বিএনপির সহসাধারন সম্পাদক মহাবুল হক মাস্টার, মকলেছুর রহমান মিলন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আজগর সাচ্চু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা বিশ্বাস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, কালিদাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আইনাল হক, আলমগীর হোসেন লালন, কুমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা ও পৗর বিএনপির অঙ্গসংগঠনের সকল নেতাকর্মি উপস্থিত ছিলেন।