আলমডাঙ্গা কলেজপাড়া কল্যাণ কমিটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নানা আয়োজনের মধ্যদিয়ে আলমডাঙ্গা কলেজপাড়া কল্যাণ কমিটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনাসভা ও নৈশভোজের আয়োজন করা হয়। শুক্রবার ত্রিশ আগস্ট সকালে কলেজপাড়া থকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সন্ধ্যায় আলোচনা সভা শেষে আলমডাঙ্গা সরকারি কলেজ চত্বরে নৈশভোজের আয়োজন করা হয়। কলেজপাড়া মহল্লার সার্বিক কল্যাণ ও উন্নয়নের লক্ষ্যে দুই হাজার তেইশ সালে এ কমিটি আত্মপ্রকাশ ঘটে।
পরিবেশ রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপত্তা, ইভটিজিং প্রতিরোধসহ সকল অসামাজিকতামুক্ত মহল্লা গড়ার প্রত্যয় নিয়ে এ সংগঠন গড়ে উঠে। হাবিবুল করীম চঞ্চলের পরিকল্পনায় দশ জনকে উপদেষ্টা করে একুশ সদস্য বিশিষ্ট কলেজপাড়া কল্যাণ কমিটি গঠন করা হয়।
আলোচনা সভায় কলেজপাড়া কল্যাণ কমিটির সভাপতি বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক এ জি এম মতিয়ার রহমানের সভাপতিত্বে ও উপদেষ্টা হাবিবুল করিম চঞ্চল উপস্থাপনায় উপস্থিত ছিলেন কলেজপাড়া কল্যাণ কমিটির সাধারন সম্পাদক হাজী মীর শফিকুল ইসলাম, সহসভাপতি প্রভাষক রোকনুজ্জামান, শেখ আব্দুল জব্বার, সহসম্পাদক একেএম রাজিউজ্জামান রাজ, কামরুজ্জামান কাজল, চুয়াডাঙ্গা বিআরটিএর সহকারী পরিচালক আতিয়ার রহমান, প্রভাষক বাবলুর রহমান, হাজী ইয়াকুব আলী মাস্টার, হাজী মফিজ উদ্দিন মাস্টার, কমিটির সাংগঠনিক সম্পাদক শোয়েবুজ্জামান সোহেল, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিতুল, ক্রীড়া সম্পাদক ফরহাদুজ্জামান সোহাগ, ধর্ম সম্পাদক গোলাম মুস্তাকিন রাজু, প্রচার সম্পাদক রমজান আলী , দপ্তর সম্পাদক সেলিম, সমাজ কল্যাণ সম্পাদক রমজান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক যুগোল কুমার সাহা, কার্যকরী সদস্য শাহীন রেজা, আব্দুর রশীদ মঞ্জু, আব্দুস সামাদ, হুমায়ুন কবীর, ইমাদুল হক, শাহনুর আলম সজীব ও জয়নাল আবেদীন, জুয়েল, তানভীর, হাশেম, মাজেদুল, তরিকুল, স্বাধীন প্রমুখ।