১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় নিখোজের ২৪ ঘন্টা পর মাথাভাঙ্গা নদী থেকে কৃষকের মরাদেহ উদ্ধার

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ২৫, ২০২৪
139
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

চুয়াডাঙ্গা আলমডাঙ্গায় নিখোজের ২৪ ঘন্টা পর মাথাভাঙ্গা নদী থেকে আব্দুল গাফফার টুলু নামের এক কৃষকের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৫ আগস্ট রবিবার দুপুরে মাথাভাঙ্গা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন ৯৯৯ কল দিয়ে সংবাদ দেওয়া হয়। পরে হাটবোয়ালিয়া ক‌্যাম্প পুলিশ উপস্থিত হয়ে মরাদেহ উদ্ধার করে।

মরাদেহটি উপরে উঠানে জানা যায় তার নাম আব্দুল গাফফার টুলু (৩৫) উপজেলা নগরবোয়ালিয়া গ্রামের মৃত আফতাব আলীর ছেলে।

স্থানীয় লোকজন জানায়, আব্দুল গাফফার টুলু মৃগী রোগে আক্রান্ত ছিল। সে ২৪ আগস্ট শনিবার দুপুর পর থেকে নিখোঁজ ছিল। তাকে অনেক

খোজাখুজি করে পাওয়া যায়নি। রবিবার দুপুরে নেকআলীর স্ত্রী রেহেনা খাতুন নগর বোয়ালিয়া কারিগরপাড়া মাথাভাঙ্গা নদীতে লাশ ভেসে আছে দেখতে পাই। এরপর গ্রামের লোকজন ছুটে আছে। ৯৯৯ কল দিলে ঘটনাস্থলে হাট বোয়ালিয়া ক্যাম্প পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন । নিহত টুলুর ভাই বুরহান উদ্দিন গাড্ডু লাশটি তার নিখোজ ভায়ের বলে শনাক্ত করেন।

হাটবোয়ালিয়া পুলিশ ক‌্যাম্পের টু আইসি আমিনুর ইসলাম জানান, ৯৯৯ কল পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহায়তায় মরাদেহ নদী থেকে ডাঙ্গায় তোলা হয়েছে। আব্দুল গাফফার টুলু কিভাবে মরা গেছে ময়না তদন্ত করলে তা জানা যাবে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram