আলমডাঙ্গার মাজহাদ গ্রামে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
আলমডাঙ্গার মাজহাদ গ্রামে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে আহসান শেখ, তার ছেলে ও ভাগ্নের বিরুদ্ধে। ২৩ আগস্ট শুক্রবার সকালে জোরকরে দখল করা জমিতে প্রাচীর নির্মান করতে যান বলেও অভিযোগ করেন ভ‚ক্তভোগী ওসনমানগণি।
ওসমান গণি জানান, তিনি ওয়ারিশ সুত্রে মাজহাদ মৌজার ২২২ নং খতিয়ানে ৩৩৩৩ দাগে ২৩.৫ শতক পেয়েছেন। তিনি সেই জমিতে বসবাস করেন ও গাছপালা লাগিয়েছেন। তিনি চাকুরী সুবাদে বাড়িতে থাকেন না।
সেই সুযোগে প্রতিবেশি আহসান শেখ তার ছেলে হাসানুল হক সন্টু ভাগ্নে কাটাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ইখতিয়ার উদ্দিন ক্ষমতা দেখিতে জোর করে ওই জমি দখল করে বাঁশের বেড়া দিয়ে ঘিরে নেয়। ওসমান গণিকে বাড়িতে বের করে দিয়েছে তারা।
জমিতে থাকা কয়েকটি গাছও কেটে বিক্রয় করে নিয়েছে তারা। শুক্রবার সকালে বাঁশের বেড়া তুলে প্রাচীর নির্মান শুরু করে। তাদেরকে নিষেধ করতে গেলে তারা বিভিন্ন ভাবে হুমকি ধামকি প্রদান করছে। ওসমান গণি প্রশাসনের নিকট সুষ্ট বিচারের দাবী জানিয়েছেন।