ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে ও বন্যাদুর্গতদের সাহায্যে আলমডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি
ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে ও বন্যাদুর্গত মানুষের সাহায্যের লক্ষ্যে আলমডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ২২ আগস্ট বৃহস্পতিবার বাদ আছর আলমডাঙ্গা শহরের আল তায়েবা( আলিফ উদ্দীন) মোড়ে আলমডাঙ্গা গণত্রাণ কমিটির আয়োজনে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে উদাত্ত আহ্বান জানান।
এ সময় তারা আরও বলেন, ভারত আমাদের অস্তিত্বের শত্রু, বাংলাদেশি সভ্যতার শত্রু, আমাদের স্বাধীন সার্বভৌমত্বের শত্রু, আমাদের আত্মনিয়ন্ত্রণাধিকারের শত্রু।
ফারাক্কা, টিপাইমুখ, ডম্বু, গজলডোবা বাঁধ -এগুলি আমাদের অস্তিত্বের বিরুদ্ধে চাণক্য চন্ডাল ভারতের এক একটি মারণাস্ত্র। মানবীয় সভ্যতার বিরুদ্ধে দানবীয় চক্রান্ত।
তারস আমাদের দেশে তাদের পদলেহী আজ্ঞাবহ পুতুল সরকার চায়।কারণ - বাংলাদেশ আত্মমর্যাদা নিয়ে, সগৌরবে মাথা উঁচু করে বাঁচতে শিখলে ভারতের সেভেন সিস্টারও স্বাধীনতা লাভে অনুপ্রেরণা পাবে। ভারত ভেঙ্গে টুকরো টুকরো হবে। তাই তারা সফল বাংলাদেশের অস্তিত্ব মেনে নিতে পারে না। ষড়যন্ত্র অব্যাহত রাখে। কিন্তু বাংলাদেশের মানুষ কখনই নেহেরু ডট্রিন মেনে নেবে না।
আলমডাঙ্গা গণত্রাণ কমিটির সমন্বয়ক শরিফুল ইসলাম পিন্টুর উপস্থাপনায় এ সময় বক্তব্য রাখেন প্রধান সমন্বয়ক মাওলানা শাফায়েত উল ইসলাম হিরো, সমন্বয়ক রহমান মুকুল, সমন্বয়ক ফজলুল হক শামিম, সমন্বয়ক এমদাদ হোসেন, সমন্বয়ক হাবিবুল করিম চঞ্চল, সমন্বয়ক ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, সমন্বয়ক নূর মোহাম্মদ হোসাইন টিপু, সমন্বয়ক মাওলানা আকরাম হোসেন, সমন্বয়ক মাওলানা ইমদাদুল হক, সমন্বয়ক ফিরোজ ইফতেখার, সমন্বয়ক আসিফ আল আজাদ অমি, সমন্বয়ক আবির আনাম, ত্রাণ বিগ্রেডের প্রধান সমন্বয়ক মুসাব তৌহিদ, কামরুল হাসান কাজল, তানভির ফয়সাল অনিক, রহিদুল ইসলামসহ শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।