বন্যার্তদের পাশে দাঁড়াতে আলমডাঙ্গায় গণত্রাণ কমিটি গঠন
বন্যার্তদের পাশে দাঁড়াতে আলমডাঙ্গার সর্বস্তরের মানুষের উদ্যোগে গঠিত হলো আলমডাঙ্গা গণত্রাণ কমিটি। ২২ আগস্ট বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের হ্যামলেট ক্যাফেতে উপজেলার সকল শ্রেণির প্রতিনিধি ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা একত্রিত হয়ে বন্যার্তদের সাহায্যের লক্ষ্যে এ কমিটি গঠন ও কর্মপদ্ধতি প্রনয়ন করেন। ত্রাণ সংগ্রহ ও বিতরণ এর জন্য কমিটি ও বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।
সর্বসম্মতিক্রমে মাওলানা শাফায়েত উল ইসলাম হিরোকে প্রধান সমন্বয়ক ও ফজলুল হক শামীম (শিক্ষা প্রতিষ্ঠান), রহমান মুকুল (ব্যাংক-বীমা-অফিস) ফিরোজ ইখতেখার (মিডিয়া), হাবিবুল করিম চঞ্চল (প্রবাসী), এমদাদ হোসেন (প্রচার ও জনসংযোগ), শায়খ ইমদাদুল হক (ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান), আব্দুল্লাহ আল মামুন (ব্যাবসায়ী সংগঠন), নূর মোহাম্মদ হুসাইন টিপু (ইউনিয়ন) মাওলানা আকরাম হুসাইন (মসজিদ), ডাক্তার আব্দুল্লাহ আল মামুন (চিকিৎসক, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার), শরিফুল ইসলাম পিন্টু (ক্রয়), আসিফ আল আজাদ অমি (ছাত্র প্রতিনিধি) ও আবির আনাম (ছাত্র প্রতিনিধি) কে সমন্বয়ক করে আলমডাঙ্গা গণত্রাণ কমিটি গঠন করা হয়।