১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বন্যার্তদের পাশে দাঁড়াতে আলমডাঙ্গায় গণত্রাণ কমিটি গঠন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ২২, ২০২৪
37
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

বন্যার্তদের পাশে দাঁড়াতে আলমডাঙ্গার সর্বস্তরের মানুষের উদ্যোগে গঠিত হলো আলমডাঙ্গা গণত্রাণ কমিটি। ২২ আগস্ট বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের হ্যামলেট ক্যাফেতে উপজেলার সকল শ্রেণির প্রতিনিধি ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা একত্রিত হয়ে বন্যার্তদের সাহায্যের লক্ষ্যে এ কমিটি গঠন ও কর্মপদ্ধতি প্রনয়ন করেন। ত্রাণ সংগ্রহ ও বিতরণ এর জন্য কমিটি ও বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।


সর্বসম্মতিক্রমে মাওলানা শাফায়েত উল ইসলাম হিরোকে প্রধান সমন্বয়ক ও ফজলুল হক শামীম (শিক্ষা প্রতিষ্ঠান), রহমান মুকুল (ব্যাংক-বীমা-অফিস) ফিরোজ ইখতেখার (মিডিয়া), হাবিবুল করিম চঞ্চল (প্রবাসী), এমদাদ হোসেন (প্রচার ও জনসংযোগ), শায়খ ইমদাদুল হক (ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান), আব্দুল্লাহ আল মামুন (ব্যাবসায়ী সংগঠন), নূর মোহাম্মদ হুসাইন টিপু (ইউনিয়ন) মাওলানা আকরাম হুসাইন (মসজিদ), ডাক্তার আব্দুল্লাহ আল মামুন (চিকিৎসক, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার), শরিফুল ইসলাম পিন্টু (ক্রয়), আসিফ আল আজাদ অমি (ছাত্র প্রতিনিধি) ও আবির আনাম (ছাত্র প্রতিনিধি) কে সমন্বয়ক করে আলমডাঙ্গা গণত্রাণ কমিটি গঠন করা হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram