আলমডাঙ্গায় সপ্তাব্যাপী বৃক্ষরোপণ করছে রোভার স্কাউট
রোভার স্কাউট চুয়াডাঙ্গা জেলার অন্তর্গত সরকারি কলেজ রোভার, আলমডাঙ্গা মুক্তরোভার, প্রাইম পলিটেকনিক রোভারের উদ্যোগে সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচীর মঙ্গলবার ছিল ৩য় দিন। "ফুলে ফলে ভরিয়ে তুলি আলমডাঙ্গা" শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচি পালিত হচ্ছে।
আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাশ। তিনি উপজেলা মঞ্চের এক পাশে কয়েকটি আমলকি, জলপাই, হরতকি, নিম ও বকুল গাছ লাগিয়ে আজকের কর্মসূচী উদ্বোধন ঘোষণা করেন। এসময় অন্যান্য সরকারি কর্মকর্তাদের সাথে চুয়াডাঙ্গা জেলা রোভার স্কাউটের আইসিটি কমিশনার মোঃ এমদাদ হোসেন, আনন্দধাম আঃ হামিদ মেমোরিয়ালের ডাঃ সাজেদুর রহমান বাবুল ও রোভার রুদ্র, জাহিদ, রাজ, কাজল, লিজা, নেহা, শান্তা, লতা, আনিকা, মুন্না, রাব্বি, ইরা, আবিদ, রিয়াদুল,নাফি, আলিফ, আদিত, কেয়া, মাহাদী মাটি ও আন্যান্য ছাত্রছাত্রীবৃন্দ। গতকাল আলমডাঙ্গা স্টেশন, আনন্দধাম ব্রীজ থেকে লাল ব্রীজ পর্যন্ত ক্যনেলের ধারে গাছ লাগানে হয়।