৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় সপ্তাব্যাপী বৃক্ষরোপণ করছে রোভার স্কাউট

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ২১, ২০২৪
31
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

রোভার স্কাউট চুয়াডাঙ্গা জেলার অন্তর্গত সরকারি কলেজ রোভার, আলমডাঙ্গা মুক্তরোভার, প্রাইম পলিটেকনিক রোভারের উদ্যোগে সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচীর মঙ্গলবার ছিল ৩য় দিন। "ফুলে ফলে ভরিয়ে তুলি আলমডাঙ্গা" শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচি পালিত হচ্ছে।


আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাশ। তিনি উপজেলা মঞ্চের এক পাশে কয়েকটি আমলকি, জলপাই, হরতকি, নিম ও বকুল গাছ লাগিয়ে আজকের কর্মসূচী উদ্বোধন ঘোষণা করেন। এসময় অন্যান্য সরকারি কর্মকর্তাদের সাথে চুয়াডাঙ্গা জেলা রোভার স্কাউটের আইসিটি কমিশনার মোঃ এমদাদ হোসেন, আনন্দধাম আঃ হামিদ মেমোরিয়ালের ডাঃ সাজেদুর রহমান বাবুল ও রোভার রুদ্র, জাহিদ, রাজ, কাজল, লিজা, নেহা, শান্তা, লতা, আনিকা, মুন্না, রাব্বি, ইরা, আবিদ, রিয়াদুল,নাফি, আলিফ, আদিত, কেয়া, মাহাদী মাটি ও আন্যান্য ছাত্রছাত্রীবৃন্দ। গতকাল আলমডাঙ্গা স্টেশন, আনন্দধাম ব্রীজ থেকে লাল ব্রীজ পর্যন্ত ক্যনেলের ধারে গাছ লাগানে হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram