আলমডাঙ্গায় হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে জামায়াত নেতাদের মতবিনিময়
আলমডাঙ্গায় হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আয়োজনে শহরের হ্যামলেট কফি হাউজে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভা আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর দারুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর রুহুল আমীন। এসময় তিনি বলেন, হিন্দু সম্প্রদায় আমাদের দেশের জনগোষ্ঠির অংশ। তাছাড়া, হিন্দু সম্প্রদায়কে নিরাপত্তা দেওয়া মুসলমানদের দায়িত্ব। তাদের নিরাপত্তা বিধানে সর্বাত্বক সচেতন থাকতে হবে। তাদের জানমালের নিরাপত্তা দিতে আমরা বদ্ধপরিকর।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা জামায়াতের অর্থ সম্পাদক কামাল হোসেন, আলমডাঙ্গা পূজা উদযাপন কমিটির আহবায়ক অমল কুমার বিশ্বাস, সদস্য সচিব সুধাংশ শেখর ব্যানার্জি, উপজেলা জামায়াতের সেক্রেটারী মামুন রেজা।
জিএ শাখার আমীর আব্বাস উদ্দিনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর মাহের আলী, পৌর জামায়াতের সেক্রেটারী মুসলিম উদ্দিন, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী প্রভাষক শফিউল আলম বকুল, তরিকুল ইসলাম, উপজেলা শাখা ছাত্রশিবিরের সভাপতি রবিউল ইসলাম, পৌর শাখা ছাত্রশিবিরের সভাপতি আক্তারুজ্জামান, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিদ্রনাথ দত্ত, সেক্রেটারি বিশ্বজিৎ সাধুখাঁ, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের পৌর সভাপতি লিপন বিশ্বাস, উপজেলা শ্মশান কমিটির যুগ্ম সম্পাদক উৎপল দত্ত, রথতলা মন্দির কমিটির সভাপতি বিদ্যুৎ সাহা, সেক্রেটারি অসীম সাহা প্রমুখ।