১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ২১, ২০২৪
166
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট মঙ্গলবার বিকেলে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে হাজীমোড়স্থ উপজেলা বিএনপির কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আলতায়েবা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শ্রী মিঠু বিশ^াসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাওনাইন টিলু। এসময় তিনি বলেন, উপজেলা দীর্ঘ ষোল বছর আওয়ামীলীগের অত্যাচার জুলুম নির্যাতন হামলা মামলা সহ্য করে দেশের এই মাটিতেই আছি। বিএনপির একটা নেতাও দেশ ছেড়ে পালিয়ে যাননি। মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করে রাখা হয়েছিল। জোর করে বিদেশে পাঠাতে চাপ প্রয়োগ করা হয়েছিল। তবুও তিনি দেশ ছাড়েননি। তিনি বলেন, শেখ হাসিনা দেশেই থাকতে পারেননি। তার নেতাকর্মীরা গণরোষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তিনি আওয়ামীলীগের উদ্দেশ্য বলেন, আপনাদের মধ্যে কোন দেশপ্রেম নেই। আপনারা দেশের সবকিছু লুটপাট করেছেন।


তিনি বলেন, বিএনপি দীর্ঘ ষোল বছর স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করে আসছে। এই ষোল বছর ধরে দেশের ছাত্রসমাজও এই যন্ত্রনা ভোগ করে আসছিল। তারা আর মেনে নিতে পারেনি। বৈষম্যবিরোধী ছাত্র জনতা স্বৈরশাসক শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে। দেশ দ্বিতীয়বারের মত স্বাধীন হয়েছে।


প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মঞ্জুরুল জাহিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক শেখ সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিম, পৌর বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান, উপজেলা বাড়াদি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ পারভেজ, বিএনপি নেতা ও সাবেক পৌর কাউন্সিলর নাসির উদ্দিন, জেলা যুবদলের সহসভাপতি আবুল কালাম আজাদ, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি কায়সুল কাউনাইন রুবেল।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জেড এম তৌফিক আজিজ খানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব শফিকুল আজম ডালিম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রহিদুজ্জামান রহিত, শরিফুল ইসলাম মেম্বার, পৌর যুবদলের আহবায়ক নাজিম উদ্দিন মোল্লা, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিন্টু, আব্দুল্লাহ আল মামুন, ফারুক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোহেল রানা, রাসেল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জনি, সোহাগ, আলমডাঙ্গা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মুন, উপজেলা যুবদল নেতা সুলতানুল আরেফিন তাইফু, গাউসুল কাওনাইন সুষম, আব্দুল্লাহ, শামিম রেজা, সাগর, সুন্নত, রিপন ডাক্তার, জুয়েল, মুন্নী, সোহাগ, আরিফুল, জনি, মনিহার, রাসেল, রাজু, জিগালা, হাসিব, মানিক, সিরাজুল, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক সামিউল হাসান সানী, পৌর ছাত্রদলের যুগ্ন-আহবায়ক লিখন, সাইদ, ছাত্রদল নেতা সিজান, জাহিদ, টনি, রনি, জনি, যুবদলের কালু, সোহাগ, খালেদ, ডুবার, সালাম, সুমন, কলেজ ছাত্রদলের যুগ্ন-আহবায়ক নাজিব, সুমনসহ উপজেলা ও পৌর বিএনপি, সেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের সহ¯্রাধিক নেতাকর্মী।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram