আলমডাঙ্গার হারদী বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের স্মরণে দোয়া ও আলোচনা সভা
আলমডাঙ্গায় বৈষম্যবিরোধী আন্দোলনে শাহাদত বরণকারী শিক্ষার্থীদের স্মরণে ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট শনিবার হারদী ইউনিয়ন বিএনপির আয়োজনে হারদী মীর শামসুদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় হারদী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাওনাইন টিলু।
এসময় তিনি বলেন, হাসিনার নির্দেশে ১৫ বছর ধরে সরকারের পটোয়া বাহিনী বিরোধীদলের অসংখ্য নেতাকর্মীদের খুন গুম করেছে। মামলা হামলা করা হয়েছে। দেশের মানুষের উপর সীমাহীন নির্যাতন ও নিপীড়ন করা হয়েছে। সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নির্মমভাবে নির্বিচারে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে।
এই গণহত্যায় জড়িত সরকারের প্রধান শেখ হাসিনাসহ সবাইকে বিচারের আওতায় আনতে হবে। তাদের কঠিন শাস্তি দিতে হবে। তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা বানোয়াট মামলায় দীর্ঘ বছর কারাগারে রেখেছিল এই স্বৈরাশাসক হাসিনা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দেয়া হয়নি। এইসব অপকর্মেরও বিচার হতে হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের এজেন্ট হিসাবে যারা অপকর্ম করছেন তারা সাবধান হয়ে যান। আলমডাঙ্গা উপজেলায় কোন গ্রামে বা শহরে বিএনপির নাম করে কেউ যদি চাঁদাবাজী করতে আসে আপনারা তাদেরকে প্রতিহত করবেন এবং আমাকে জানাবেন। আলমডাঙ্গার সংখ্যালঘু ভাইরা আপনারা নির্ভয়ে নির্দীধায় আপনাদের কাজকর্ম চালিয়ে যান। আপনারা আমাদের ভাই, আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী।
দোয়া ও আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক শেখ সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদ ও সাবেক চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিম, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ইফতেখারুজ্জামান লুডু খান, উপজেলা বিএনপির সাবেক কৃষকদলের সভাপতি বোরহান উদ্দিন, পৌর বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল হক, উপজেলা বিএনপির সাবেক সহ সাধারন সম্পাদক ডা. আলাউদ্দিন, বিএনপি নেতা ও সাবেক পৌর কাউন্সিলর নাসির উদ্দিন, জেলা যুবদলের সহসভাপতি আবুল কালাম আজাদ, মাগরিবুর রহমান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব, হারদী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জমির উদ্দিন।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফারুক উজ্জামান ও যুবদল নেতা সোয়েব আলী উপস্থাপনায় উপস্থিত ছিলেন আইলহাস ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওহাব মাস্টার, কালিদাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী হোসেন, সাধারন সম্পাদক মফিজ উদ্দিন, কুমারী ইউনিয়ন বিএনপি সভাপতি বিল্লাল হোসেন, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম, হারদী ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, জেহালা ইউনিয়ন বিএনপি নেতা নাজিমুদ্দিন, মোবিবুল বিশ^াস, মহাসিন আলী, শমসের আলী, রাজশাহি বিশ^বিদ্যালয় মাদার বক্স হলেল সাবেক ছাত্রদলের সাধারন সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক বাকী বিল্লাহ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, আশরাফুজ্জামান ডালিম, নাসির উদ্দিন, পৌর যুবদলের আহবায়ক নাজিম উদ্দিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শফিকুল আজম ডালিম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রহিদুজ্জামান রহিত, শরিফুল ইসলাম মেম্বার, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিন্টু, আব্দুল্লাহ আল মামুন, ফারুক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জেড এম তৌফিক আজিজ খান, সোহেল রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শ্রী মিঠু বিশ^াস, জনি, যুবদল নেতা সুলতানুল আরেফিন তাইফু, গাউসুল কাওনাইন সুষম, জাহিদ, সাবেক পৌর ছাত্রদল ও পৌর যুবদলের নেতা সাগর, হারদী ইউনিয়নের বিএনপি নেতা সাবু মেম্বার, ওয়ার্ড বিএনপির সভাপতি সম্পাদকের মধ্যে মঙ্গল, আনোয়ার হোসেন, নজরুল ইসলাম, আব্দুল কুদ্দুস,আবু সাঈদ, রবিউল ইসলাম, শুকুর আলী, রেজাউল হক, নূর হক, শাম্মিনুর হাসান সোহাগ, মানোয়ার হোসেন, শাহাজান সরকার, জামান উদ্দিন, লতিফ চৌধুরী, ইউনিয়ন যুবদল নেতা হযরত, আব্দুল্লাহ, মল্লিক, আব্দুস ছালাম, চয়েন, সোহাগ, বোরহান উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সামিউল ইসলাম সানি, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক লিখন, সাঈদ, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাজির, সুমনসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মি।