১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ১৭, ২০২৪
43
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে নিহতদের প্রতি শোক প্রকাশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলমডাঙ্গার সাধারন শিক্ষার্থীরা। শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আলমডাঙ্গা পৌরশহরের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয়।


বৈষম্যবিরোধী আন্দোলন আলমডাঙ্গার সাধারন শিক্ষার্থীদের আয়োজিত মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রথমে জাতীয় সংগীত পরিবেশন করেন। এর পরপরই আন্দোলনের সময় সারা দেশে নিহত হওয়া শিক্ষার্থী ও জনতার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের দেশাত্মবোধক গান পরিবেশনের মাধ্যমে কর্মসূচি শেষ করেন।


শিক্ষার্থীরা জানান, সব শহীদদের স্মরণে আজকের আয়োজিত কর্মসূচিতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছে। আমরা ভবিষ্যতে একটি সোনার বাংলা পেতে চলেছি, তার একটি আগাম বার্তা পৌঁছে দিচ্ছি বাঙালি জাতিকে।


তারা আরও বলেন, সব দুর্নীতিবাজদের জন্য একটি কথা, তাদের অনেক সুযোগ দেওয়া হয়েছে, এখন যেন তারা সাবধান হয়ে যায়। আমরা ছাত্ররা আর কখনো ঘরে চুপ করে বসে থাকব না। মানুষ এখন স্বাধীন হয়েছে, তাদের বাকস্বাধীনতা ফিরে পেয়েছে, গণমাধ্যম তাদের স্বাধীনতা পেয়েছে, সব মানুষই স্বাধীনতা পেয়েছে। আমরা এই স্বাধীনতা রক্ষা করতে চাই। আমরা আলমডাঙ্গাকে বাংলাদেশের মডেল হিসেবে গড়ে তুলতে দৃঢ় প্রত্যয়ি।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram