আলমডাঙ্গায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের মোটরসাইকেল র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার সহযোগীদের বিচারের দাবীতে আলমডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী উপজেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের মোটরসাইকেল র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট বৃহস্পতিবার দুপুরে আলমডাঙ্গা উপজেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে এ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা যুবদলের সদস্য সচিব সাবেক ছাত্রনেতা শফিকুল আজম ডালিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহি মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি ও চুয়াডাঙ্গা জেলা যুবদলের নেতা রুবেল কাউনাইন।
এসময় তিনি বলেন, আওয়ামীলীগের নেতৃত্বে হাসিনার নির্দেশে ছাত্র-জনতার আন্দোলনে দেশজুড়ে ব্যাপক গণহত্যা চলেছে। এখন তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। তাদেরকে দেশের মাটিতে এনে বিচারের মুখোমুখি করতে হবে। তবেই দেশে গণতন্ত্র পুনঃউদ্ধার হবে। সাধারন মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। আপনারা জানেন প্রায় দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকার দেশের মানুষকে নির্যাতন করেছে। শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংস করে এখন দিল্লিতে বলে ঘড়যন্ত্র করছে। পলাতক হাসিনা ও তার ছেলে জয় বিদেশে থেকেই এখনও নানা ষড়যন্ত্র করে চলেছে। তারা পূর্বের মতই মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অপপ্রচার চালিয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। এজন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। পরাজিত শক্তি যেন কোনভাবেই - আমাদের বিজয়কে নস্যাৎ করতে না পারে।'
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন যুবদল নেতা সুলতানুল আরেফিন তাইফু, গাউসুল কাওনাইন সুষম, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিঠু বিশ্বাস, যুগ্ম আহবায়ক জনি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সামিউল ইসলাম সানি, সবুজ, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক লিখন, সাঈদ, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাজির, নাঈম, সুমন, পৌর ছাত্রদলের ও পৌর যুবদলের সাবেক নেতা সাগর, ছাত্রনেতা রমন, পৌর যুবদল নেতা হাসিবের উপস্থাপনায় উপস্থিত ছিলেন যুবদলের সোহাগ, হুমায়ন, জুলহাস, সিরাজুল, পাপ্পু, কালু, শাহিন, সুজন, কাইয়ুম, র্লিয়ন, শরিফ, সোহাগ, খালেদ, মন্টু, মারুফ, জুভেন, রাসেল, রাশেদ, আকরাম, সোহাগ, সুমন, আব্দুল্লাহ, চপল, জয়, সালামসহ শতাধিক যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতাকর্মি।