১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ১৫, ২০২৪
150
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখার লক্ষ্যে উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আলমডাঙ্গা উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখার লক্ষ্যে বিকেল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখার লক্ষ্যে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার সিন্ধা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রতিনিধি মেজর তাওফিক আলম। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা সহকারি কমিশনার ভূমি আশীষ কুমার বসু, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেহেনা পারভিন, আইলহাস ইউপি চেয়ারম্যান মিনাজ উদ্দিন বিশ^াস, বাড়াদি ইউপি চেয়ারম্যান তবারক হোসেন।


এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জাসদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাওনাইন টিলু, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য এমদাদুল হক ডাবু, উপজেলা জামায়াত ইসলামীর আমীর দারুস সালাম, পৌর বিএনপি সাধারণ সম্পাদক জিল্লুর রহমান অল্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আসিরুল ইসলাম সেলিম, উপজেলা বিএনপির সাবেক সাধারন শেখ সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি মামুন রেজা, উপজেলা জাসদের সভাপতি মোল্লা গোলাম সরোয়ার, সাধারন সম্পাদক আনিসুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহিদ হাসান রেন্টু, পৌর জাতীয় পার্টির সভাপতি আতিয়ার রহমান, বাংলাদেশ ইসলামী আন্দোলনের সভাপতি আকরাম হোসেন, চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের সভাপতি খালিদ সাইফুল্লাহ, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারন সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন,

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হাদীউল ইসলাম, কামরুল হাছান কাজল, আল ইমরান, মাহফুজ আহমেদ, সোহান রহমান, আশিকুর রহমান আসিফ, অর্নব আদীব, ফয়সাল রাব্বি, শামীম রেজা, মোস্তাফিজুর রজমান, রোকনুজ্জামান রাতুল, নিগার সিদ্দিকী কলেজের অধ্যক্ষ আবু নাসির, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষ ড. মাহবুবুব আলম, মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক শফিউল আলম বকুল, আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হান্নান, সাধারন শিক্ষার্থী প্রতিনিধি রাকিব মাহমুদ, আরাফাত হোসেন, তানভীর ফয়সাল অনিক, ইমন আলী, সজীব আহামেদ, উপজেলা প্রকৌশলী তাওহিদ আহমেদ, উপজেলা আনসার ভিডিপি অফিসার আজিজুল হাকিম, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, আলমডাঙ্গা মডেল মসজিদের ইমাম হাফেজ মাসুদ কামাল, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অমল কুমার বিশ্বাস, হিন্দু ধর্মীয় ট্র্যাষ্টের প্রতিনিধি অসিম কুমার, পৌর যুবদলের আহবায়ক নাজিম উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।


বক্তাগণ বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আলমডাঙ্গা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। এখানে কখনও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়নি। আজোবধি কোন হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর হামলা কিংবা তাদের বাড়ি বা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি। গত ৫ আগস্টের পর বিএনপি জামায়াতসহ অন্যান্য ইসলামিক দলের নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে কথা বলেছেন। তাদের বাড়ি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে দেখা করে কোন হামলা হবে না মর্মে নিশ্চিত করেছিলেন। কারো কোন সমস্যা হলে তা জানালে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণসহ পাহারা দেওয়ার প্রতিশ্রæতিও দেওয়া হয়। ফলে আলমডাঙ্গায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


মেজর তাওফিক আলম বলেন, আলমডাঙ্গায় ইতোপূর্বে আমি নির্বাচনে দায়িত্ব পালন করেছি। আলমডাঙ্গা আমার ভালো লেগেছে। একটা আত্মিক বন্ধন তৈরি হয়েছে। এই উপজেলা মেহেরপুর জেলার চেয়েও বড়। আলমডাঙ্গার উন্নয়নে আমাকে আপনাদের পাশে পাবেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram