বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টকারী ও বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আলমডাঙ্গায় বাংলাদেশ জামায়াত ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগস্ট বুধবার বাদ আছর উপজেলা মডেল মসজিদ থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবির এ বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলতায়েবা(আলিফ উদ্দিন) মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ৬ আগস্ট বিকেলে আনন্দ মিছিলের আগে উপজেলা পরিষদ মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিল সমগ্র শহর প্রদক্ষিণ শেষে আল তায়েবা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা জামায়াতের আমির নাগদাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দারুস সালামের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজার উপস্থাপনায় বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর মাহের আলী, পৌর জামায়াতের নায়েবে আমীর নজরুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মুসলিম উদ্দিন, উপজেলা জামায়াদের সহ-সেক্রেটারি প্রভাষক শফিউল আলম বকুল, পৌর জামায়াতের সহ-সেক্রেটারী নূর মোহাম্মদ হুসাইন টিপু, ইসলামী ছাত্রশিবির আলমডাঙ্গা থানা সভাপতি রবিউল ইসলাম, শহর শিবিরের সভাপতি আখতারুজ্জামান প্রমুখ। উপজেলার বিভিন্ন গ্রামের বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মিসহ কয়েক শত সাধারন জনতা উপস্থিত হন বিক্ষোভ মিছিল ও সমাবেশে।
বক্তরা বলেন, আলমডাঙ্গায় যারা বসবাস করেন তারা যে ধর্মেরই হোক, কেউই সংখ্যালঘু নয়। নিজেদের সংখ্যালঘু না ভাবতে সনাতন ধর্মের মানুষের প্রতি আহ্বান জানানো হয়। ১৫ আগস্ট ঘিরে ষড়যন্ত্রের নীল নকশাসহ আওয়ামী লীগের সকল চক্রান্ত নস্যাৎ করে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।