৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

গ্রাহকদের মাঝে আড়াই হাজার ফলজ গাছের চারা বিতরণ করেছে ইসলামী ব্যাংক আলমডাঙ্গা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ১৫, ২০২৪
33
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

ইসলামী ব্যাংক বাংলাদেশ আলমডাঙ্গা শাখা বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছে। গ্রাহকদের মাঝে ২৫'শ ফলজ গাছের চারা বিতরণ করা হচ্ছে। মঙ্গলবার ১৩ আগস্ট আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি উদ্বোধন করে।" বৃক্ষ দিয়ে সাজাই দেশ।। সমৃদ্ধ করি বাংলাদেশ।" ও " আদর্শ গ্রাম বাংলাদেশের প্রাণ।। আদর্শ গ্রাম উন্নয়নে ইসলামি ব্যাংক" প্রতিপাদ্যকে সামনে রেখে এ বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করেছে।


সিনিয়র প্রিন্সিপল অফিসার ও ম্যানেজার অপারেশন মো: সামছুল আলম সভাপতিত্বে ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো: তকিয়ার রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন।


এ সময় তিনি বলেন, বৃক্ষ মানুষের নিরব বন্ধু। অস্তিত্বের নিয়ামক। শুধুমাত্র বৃক্ষই পৃথিবীকে মানুষের বাসযোগ্য করে তুলেছে। তাই বৃক্ষ প্রাণের স্পন্দন।তাছাড়া, আলমডাঙ্গা -চুয়াডাঙ্গার আবহাওয়া চরম ভাবাপন্ন হয়ে উঠেছে। এই দুরাবস্থা থেকে মুক্তি পেতে হলে অধিক হারে বৃক্ষ রোপণ করা প্রয়োজন।


সিনিয়র ইউনিট অফিসার মো: ফারুক হোসাইনের সঞ্চালনায় ইসলামী ব্যাংক আলমডাঙ্গা শাখার সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। ২৫ শ ফলজ গাছের চারা গ্রাহকদের বাড়িতে পৌছে দেওয়া হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram