৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা শহর অলঙ্কারে হাত লাগালেন বৈষম্য বিরোধি শিক্ষার্থিরা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ১২, ২০২৪
201
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

প্রিয় আলমডাঙ্গা শহরের পুঞ্জিভূত জঞ্জাল পরিষ্কারের পর শহর অলঙ্কারে হাত লাগিয়েছেন বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের শিক্ষার্থিরা। ১২ আগস্ট সোমবার সারাদিন শিক্ষার্থীরা শহরের গুরুত্বপূর্ণ স্থানের প্রাচীর ও দেয়ালে গ্রাফিতির বর্ণালী রঙের তুলির আঁচড়ে মনোমুগ্ধকর দৃশ্যের অবতারণা করছেন। বাস্তব জীবনের তিক্ত অভিজ্ঞতাজাত শ্লোগানও গুরুত্ব পাচ্ছে সেই গ্রাফিতিতে। আলমডাঙ্গা শহরের হাইরোডের মুক্তিযুদ্ধ কমপ্লেক্স, উপজেলা পরিষদের গেটের আশপাশ, প্রাচীর সর্বত্র গ্রাফিতিত বর্ণালী স্টোক লক্ষ্য করা যাচ্ছে।
এসব গ্রাফিতিতে জুলাই বসন্তের লাল রঙের দিনগুলো স্মরণীয় হয়ে থাকবে ইতিহাসে, গণমানুষের স্মৃতিতে। অনিয়ম, অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি, সাহস ও প্রেরণা যোগাবে এই গ্রাফিতি।


গতকাল সোমবার আলমডাঙ্গা পৌরসভা শহরের বিভিন্ন মোড়ে জনসাধারন ও ব্যবসায়ীদের ব্যবহারের জন্য বেশ কিছু প্লাস্টিকের ডাস্টবিন দিয়েছেন। এর আগে আলমডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হক তন্ময় নিজ উদ্যোগে কয়েকটি প্লাস্টিকের ডাস্টবিন দিয়েছেন। এছাড়াও শিক্ষার্থীদের পক্ষ থেকে সকলকে ডাস্টবিনে ময়লা আবর্জনা ফেলার জন্য মাইকিং করা হয়।


এর আগে বিভিন্ন পোল ও সরকারি প্রতিষ্ঠানের সামনে থেকে অবাঞ্চিত পোস্টার ব্যানার অপসারণ করেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আলমডাঙ্গা সাধারণ শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন ওই কর্মসূচিতে।


আলমডাঙ্গা ১ম শ্রেণির পৌরসভা হলেও নাগরিক সুবিধা শূন্যের কোঠায়। পুরো শহর যেন ময়লার ভাগাড়। হাইরোডে যত্রতত্র ইতোস্তত ময়লার স্তুপ। দুর্গন্ধময় জঞ্জাল। অপরিকল্পিত ও অপরিণত ড্রেনের নোংরা পানি, মশা মাছিতে শহর সয়লাব। দুর্গন্ধ আর রক্ত পচা গন্ধে নাকমুখ চেপে ধরে একহাটু কাঁদা মাড়িয়ে প্রতিনিয়ত পৌর পরিষদ যাতায়াত করেন ওই পথে।


এই যখন অবস্থা, তখন বৈষম্য বিরোধি শিক্ষার্থিরা এলেন ত্রাতা রূপে। রাস্তার দুই পাশের ময়লা আবর্জনা অপসারণে সব্যসাচীর মত হাত লাগালেন। গত কয়েক দিন ধরে সাধারণ শিক্ষার্থীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মযজ্ঞ চলছে। শিক্ষার্থীদের সড়ক ঝাড়ু দিতে, কোথাও আবর্জনা কুড়াতে দেখা গেছে। শিক্ষার্থীদের অনেকে দলে দলে ভাগ হয়ে কাজ করতে দেখা গেছে।


এ সময় বিভিন্ন পোল ও সরকারি প্রতিষ্ঠানের সামনে থেকে অবাঞ্চিত পোস্টার-ব্যানার অপসারণ করা হচ্ছে। স্বাধীনতা স্তম্ভ '৭১ পরিষ্কার করা হয়। রাস্তার দুই পাশের ময়লা অপসারণ করা হয়। রোড ডিভাইডার অংকন করা হয়। অঙ্কন করা হয় জেব্রা ক্রসিং। আলমডাঙ্গা শহরবাসী নিজের শহরে এই প্রথম জেব্রা ক্রসিং'র সাথে পরিচিত হল। শিক্ষার্থীরা জানান, তাদের এ কর্মসূচি চলমান।


এদিকে, শিক্ষার্থীদের এ কাজকে শহরের ব্যবসায়ীরা ও নূর মাদানী সমাজ কল্যাণ সংস্থা স্বাগত জানান, অভিনন্দিত করেন। এই দেশেতে জন্ম নিয়ে গর্ববোধ করি, সোনার বাংলা সোনার দেশ, সবাই মিলে গড়ি এই শ্লোগানে গতকাল নূর মাদানী সমাজ কল্যাণ সংস্থা প্রায় শতাধিক শিক্ষার্থীর দুপুরে খাওয়ার ব্যবস্থা করেন । এছাড়াও শহরের ব্যবসায়ীরা শিক্ষার্থীদের বিভিন্ন পানীয় ও নাস্তার প্যাকেট দিয়ে আপ্যায়িত করেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram