আলমডাঙ্গায় আনসার ভিডিপির সদস্যদের মাঝে পরিচয়পত্র ও গাছের চারা বিতরণ
আলমডাঙ্গায় আনসার ভিডিপির সদস্যদের পরিচয়পত্র ও ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ এবং চারা রোপণ করা হয়েছে। রবিবার ১১ আগস্ট শতাধিক মেহগনি, কাঠাল, পেয়ারা, সেগুন ও আম গাছের চারা রোপণসহ আনসার ভিডিপির দলনেতা ও দলনেত্রীর মাঝে বিতরণ করা হয়।
আলমডাঙ্গা উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে ভিডিপি সদস্যদের মাঝে পরিচয়পত্র ও ফলজ ও বনজ গাছের বিতরণ শেষে বৃক্ষের চারা রোপন উদ্বোধন করেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মাজিদুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা প্রশিক্ষিকা রওশন আরাসহ আনসার ভিডিপি সদস্যরা।
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম জানান, এই মূহুর্তে সারা দেশে পুলিশ বিভাগ কর্মবিরতি পালন করছে। সে কারণে আনসার ব্যাটালিয়ন সারা দেশের সরকারি স্থাপনা ও থানার নিরাপত্তা দায়িত্ব পালন শুরু করেছে। এছাড়াও সাধারন আনসার ও ভিডিপি সদস্যরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে। আলমডাঙ্গা উপজেলায় ১ টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন রয়েছে। প্রতিটি ইউনিয়নের সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে ও বিভিন্ন এলাকার মন্দির কমিটির সাথে নিয়মিত যোগ করছেন। ভিডিপি সদস্যদের মোবাইল নাম্বার দিয়ে আসছেন। এছাড়াও তিনি বলেন বাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয় এবং খাদ্য পুষ্টি ও পরিবেশের ভারসাম্য রক্ষা-সহ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় আনসার ভিডিপির উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ও সদস্যদের মাঝে চারা বিতরণ করা হয়।