আলমডাঙ্গায় বৈষম্যবিরোধি হিন্দু শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ ও সমাবেশ
সারাদেশে সংখ্যালঘু ও হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, অত্যাচার ও লুটপাটের ঘটনায় ০৮ দফা দাবিতে আলমডাঙ্গায় বৈষম্যবিরোধি হিন্দু শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ করা হয়েছে। ১১ আগস্ট বিকেলে "সংখ্যালঘুদের সুরক্ষা চাই, আমরা কেন স্বাধীন নই" শ্লোগান সংবলিত ব্যানার নিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষ ওই বিক্ষোভ করেন। বিক্ষোভে " লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই।
" আমার ঘরে হামলা কেন জবাব চাই, জবাব দাও", এগিয়ে এসো দাপট সনাতনীদের বাঁচাতে", " রামায়নের হাতিয়ার গর্জে উঠো আরেক বার" লেখা সংবলিত প্ল্যাকার্ড নিয়ে এ বিক্ষোভ করেন। আলমডাঙ্গায় বৈশ্যম্য বিরোধী হিন্দু শিক্ষার্থীরা দশ জন সদস্যের একটি সমন্বয়ক কমিটি গঠন করে উক্ত সমাবেশ ও বিক্ষোভ মিছিল ডাক দেন।
উক্ত কমিটির সমন্বয়ক ইডেন মহিলা কলেজের ছাত্রী অর্পিতা রানী পাল, ছাত্র ঋত্বিক সাহা, মিঠুন কর্মকার, বর্ষণ, উৎস মজুমদার, অংকুর, সজীব ঘোষ, তনু, রন্তু কর্মকার, ধ্রুব দের নেতৃত্বে আলমডাঙ্গার হিন্দু সম্প্রদায়ের সকল শিক্ষার্থীরা এক হয়ে আলমডাঙ্গার চারতলামোড়ে শ্রী শ্রী সত্যনারায়ন মন্দিরের সামনে সারাদেশের সংখ্যালঘু ও হিন্দুদের উপর হামলা, অত্যাচার ও লুটপাটের ঘটনায় ০৮ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অমল কুমার বিশ্বাস, পৌর হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি লিপন বিশ্বাস লিপন কুমার বিশ্বাসসহ হিন্দু সম্প্রদায়ের নেতারা।