১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা শহরের পুঞ্জিভূত জঞ্জাল পরিষ্কারে হাত লাগালেন বৈষম্যবিরোধি শিক্ষার্থীরা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ৯, ২০২৪
73
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

প্রিয় আলমডাঙ্গা শহরের পুঞ্জিভূত জঞ্জাল পরিষ্কারে হাত লাগালেন বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের শিক্ষার্থিরা। বিভিন্ন পোল ও সরকারি প্রতিষ্ঠানের সামনে থেকে অবাঞ্চিত পোস্টার ব্যানার অপসারণ করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আলমডাঙ্গা সাধারণ শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন ওই কর্মসূচিতে।
আলমডাঙ্গা ১ম শ্রেণির পৌরসভা হলেও নাগরিক সুবিধা শূন্যের কোঠায়। পুরো শহর যেন ময়লার ভাগাড়।

হাইরোডে যত্রতত্র ইতোস্তত ময়লার স্তুপ। দুর্গন্ধময় জঞ্জাল। এমনকি শহরের সবচে' জনবহুল স্থান আল তায়েবা মোড়ে (আলিফ উদ্দীন মোড়) নিয়মিত কাটা মাছের ( বড় আকৃতির মাছ কেটে বিক্রি) হাট বসে। অথচ আলমডাঙ্গায় পৃথক একটি মাছের বাজার আছে। মাছের আশটে, নাড়িভুড়ি ও রক্তের দুর্গন্ধে জনবহুল ওই এলাকায় টেকা দায় হলেও হাইরোড থেকে অবৈধ এ মাছ বাজার অপসারণ করেনি পৌর প্রশাসন। অপরিকল্পিত ও অপরিণত ড্রেনের নোংরা পানি, মশা মাছিতে শহর সয়লাব। দুর্গন্ধ আর রক্ত পচা গন্ধে নাকমুখ চেপে ধরে একহাটু কাঁদা মাড়িয়ে প্রতিনিয়ত পৌর পরিষদ যাতায়াত করেন ওই পথে।


এই যখন অবস্থা, তখন বৈষম্য বিরোধি শিক্ষার্থিরা এলেন ত্রাতা রূপে। রাস্তার দুই পাশের ময়লা আবর্জনা অপসারণে সব্যসাচীর মত হাত লাগালেন। গতকাল সকাল ৮ টা থেকে দুপুর অবধি সাধারণ শিক্ষার্থীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মযজ্ঞ চলে।


শিক্ষার্থীদের মুখে মাস্ক, হাতে গøাভস পড়ে হাতে ঝাড়– নিয়ে সড়ক ঝাড়ু দিতে, কোথাও আবর্জনা কুড়াতে দেখা গেছে। আবার শিক্ষার্থীদের অনেকে দলে দলে ভাগ হয়ে কাজ করতে দেখা গেছে।


এ সময় বিভিন্ন পোল ও সরকারি প্রতিষ্ঠানের সামনে থেকে অবাঞ্চিত পোস্টার-ব্যানার অপসারণ করা হয়। স্বাধীনতা স্তম্ভ '৭১ পরিষ্কার করা হয়। রাস্তার দুই পাশের ময়লা অপসারণ করা হয়। রোড ডিভাইডার অংকন করা হয়। অঙ্কন করা হয় জেব্রা ক্রসিং। আলমডাঙ্গা শহরবাসী নিজের শহরে এই প্রথম জেব্রা ক্রসিং'র সাথে পরিচিত হল। শিক্ষার্থীরা জানান, তাদের এ কর্মসূচি চলমান। আর আগে গত বৃহস্পতিবার শহীদ মিনার পরিস্কার করেন।


এদিকে, শিক্ষার্থীদের এ কাজকে শহরের সুধিজন ও ব্যবসায়ীরা স্বাগত জানান, অভিনন্দিত করেন। তাদেরকে বিভিন্ন পানীয় ও নাস্তার প্যাকেট দিয়ে আপ্যায়িত করেন।


শিক্ষার্থীরা দুটি গ্রæপে ভাগ হয়ে রাস্তার দুপাশ পরিস্কার করেন। শিক্ষার্থীদের মনবল বৃদ্ধি করতে নওলামারি আলিম মাদ্রাসার প্রভাষক শাহিন শাহিদ উপস্থিত ছিলেন। আলমডাঙ্গা সাধারন শিক্ষার্থী মনিটরিং টিমে বিশ^বিদ্যালয় প্রতিনিধি ঢাকা বিশ^বিদ্যালয়ের আব্দুস শহিদ নাসিম, মাহফুজ আহমেদ, রাজশাহি বিশ^বিদ্যালয়ের আশিক নাহিয়ান, খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ফজলে রাব্বি, ইসলামী বিশ^বিদ্যালয়ের তাসনিম ফাতেমা রজনী, আমেরিকান ইন্টান্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের হাদিউল ইসলাম, রাজশাহি বিশ^বিদ্যালয়ের সালসাবিল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ইকবাল মাহমুদ সানভি, রাজশাহি মেডিকেল কলেজের খন্দকার শরিয়তুল্লাহ আলিফ, উপজেলা প্রতিনিধি কুষ্টিয়া সরকারি কলেজের মুনতাসির তনয়, তাফসির আজাদ, পার্থিব হাসান, চুয়াডাঙ্গার সরকারি কলেজের এম রাকিব মাহমুদ, আলমডাঙ্গা সরকারি কলেজের মুন্না, শোয়াইবা আক্তার ¯িœগ্ধা, সাঈম রহমান সৌরভ, ঢাকা রেসিডেনসিয়াল কলেজের রাতুল ইসলাম, আর্মি মেডিকেল কলেজের অনুপমা মাহমুদা, রাজশাহি পলিটেকনিক ইনস্টিটিউটের হাবিবুল্লাহ ইমন প্রমুখ। অন্যদিকে মীর আসাদুজ্জামান উজ্জ¦ল, সামিমুল হাসান সানি ও শামিম রেজার সাগরের নেতৃত্বে একটি দল রাস্তা পরিস্কার পরিচ্ছন্ন কাজে অংশ গ্রহন করে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram