১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

স্বৈরাচরী সরকার পতনের পর দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ৮, ২০২৪
110
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মিদের সাথে স্বৈরাচরী সরকার পতনের পর দেশের চলমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৮ আগস্ট আলমডাঙ্গা পান্না কমিউনিটি সেন্টারের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব শরিফুজ্জামান শরিফ।

এসময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে। কোন বিশৃঙ্খলা প্রশ্রয় দেওয়া হবে না। শত শত শিক্ষার্থী বন্দুকের নলের মুখে বুক পেতে দিয়ে দেশ পূণরায় স্বাধীন করেছে। তাদের আত্মত্যাগ কোনভাবেই ম্লান হতে দেওয়া যাবে না।


তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন - আপনারা কী এমন করেছেন? কেন আপনাদের এত উল্লাস? এত উল্লাস ভাল না। আপনারা ভাবছেন বিএনপি ক্ষমতায় চলে এসেছে। সেটা ভুল। দেশে সরকার লাগবে না? নির্বাচন লাগবে না? বিএনপিকে নির্বাচনে বিজয়ী হওয়া লাগবে না।


তিনি প্রশ্ন করেন -- কারা এই শহরে ভাংচুর করছে? কারা হুমকি দিচ্ছে? চাঁদাবাজি করছে? দেড় যুগ আওয়ামী লীগের দু:সহ জুলুম সহ্য করেছি আমরা। তিন চার মাস ঘুমুতে পারিনি। ভুট্টাখেতে রাত কাটাতে হয়েছে। কই তখন তো আপনাদের কাউকে পাশে পায়নি। তাহলে কারা এরা? এরা কি তাহলে যুবলীগ, ছাত্রলীগ? এদের খুঁজে বের করতে হবে। কঠোর শাস্তি দিতে হবে।


তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন এদের ধরে ধরে আইনশৃঙ্খলা বাহিনির কাছে সোপর্দ করতে।


তিনি বলেন, আওয়ামী লীগ যে সব করে ঘৃণার পাত্র হয়েছে, আমরা সে সব ঘৃণিত কাজ করতে চায় না। শহীদ জিয়ার আদর্শের দল, খালেদা জিয়ার সততার দল এসব করতে চায় না। রক্ত দিয়ে যে দল আমরা প্রতিষ্ঠিত করেছি, সেই দলের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র, কোন ক্ষতি কাউকে করতে দেবো না। কেউ যদি সংখ্যালঘুদের বাড়িতে, মন্দির ও মসজিদে হামলা করে, তাকে কঠোর হস্তে দমন করা হবে। সাংবাদিক ভাইয়েরা সজাগ থাকেন, কেউ যদি চাঁদাবাজি করে তাহলে আমাকে মোবাইল করে জানাবেন। আমি নিজে ব্যবস্থা নেবো। তিনি বলেন, বিএনপি কোন চাঁদাবাজির দল নয়, ভাংচুরের দল নয়, সন্ত্রাসের দল নয়। বিএনপি জাতীয়তাবাদী শক্তির দল, আপামর প্রাণের দল, গণমানুষের হৃদয়ের স্পন্দন।


বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আমিনুল হক রোকন, পৌর বিএনপির সাধারন সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য ইমদাদুল হক ডাবু, উপজেলা বিএনপির সহসধারন সম্পাদক হাজী মকবুল হোসেন।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহসাধারন সম্পাদক মহাবুল হক মাস্টার, মকলেছুর রহমান মিলন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আজগর সাচ্চু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা বিশ^াস, পৌর বিএনপির সাংগঠনিক রাশেদুল ইসলাম,

ডাউকি ইউনিয়ন বিএনপির সভাপতি আবদার আলী, সম্পাদক আব্দুস সালাম, খাসকররা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক রাজাবুল ইসলাম রাজা, নাগদাহ বোরহান উদ্দিন, সম্পাদক শাহিনুর রহমান, জামজামি ইউনিয়ন বিএনপির সভাপতি আলম শাহ, সম্পাদক পলাশ, আইলহাস ইউনিয়ন বিএনপির সম্পাদক হারুন অর রশিদ, বেলগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন, সম্পাদক কামাল হোসেন, কালিদাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আইনাল হক, আলমগীর হোসেন লালন, কুমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সম্পাদক আবু বকর সিদ্দিক, হারদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মনির উদ্দিন , সম্পাদক শফিকুল ইসলাম, ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, সম্পাদক আতাউল হুদা, গাংনী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউর রহমান রিজু, সম্পাদক আইনাল হক, জেহালা ইউনিয়ন বিএনপির সভাপতি সাহিদ্দোজ্জা মিল্টন, সম্পাদক আলা উদ্দিন খান, বাড়াদি ইউনিয়ন বিএনপির সভাপতি বকুল, সম্পাদক শুকুর আলী, খাদিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেরেগুল ইসলাম, চিৎলা ইউনিয়ন বিএনপির সভাপতি পাবেন, সম্পাদক মহাসিন,

পৌর ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রহিদুল ইসলাম, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফিজুর রহমান চমক, সম্পাদক আব্দুল হক মিন্টু, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জব্বার, সম্পাদক লিপন, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সালেহ মাসুদ, সম্পাদক আবু জাফর, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশিদ মালিথা, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সম্পাদক আজম আলী, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত আলী, সম্পাদক আলতাফ হোসেন, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলিম উদ্দিন, সম্পাদক আমিনুল হক নান্নু, ৯ নং ওয়ার্ড বিএনপির সম্পাদক আরজান আলী,

উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, জাহাঙ্গীর আলম বাবু,

পৌর যুবদলেল সদস্য সচিব সাইফুদ্দিন কনক, পৌর যুবদলে যুগ্ম আহবায়ক খন্দকার আব্দুল কাদের, হাফিজুর রহমান, কাউন্সিলর সাইফুল ইসলাম মুন্সি,

পৌর সেচ্ছাসেবক দলের আহব্বায়ক কামরুল হাসান হিমেল, সদস্য সচিব জাকারিয়া ইসলাম শান্ত,

উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান শুভ, সদস্য সচিব আল ইমরান রাসেল,

পৌর ছাত্রদলের আহবায়ক আতিক হাসনাত রিংকু, সদস্য সচিব মাহমুদুল হক তন্ময়, যুগ্ন আহবায়ক ওয়াহিদুজ্জামান শুভ, সদস্য রিয়াজুল ইসলাম,

আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম লিমনসহ আলমডাঙ্গা উপজেলা ও পৗর বিএনপির অঙ্গসংগঠনের সকল নেতাকর্মি উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram