উপজেলা নির্বাহী অফিসারের সাথে বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দের মতবিনিময়
আলমডাঙ্গার সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বা সরকারি সম্পত্তির উপর হামলা নির্যাতনের কোন ঘটনা ঘটেনি। তবুও ব্যাপক আতঙ্ক বিরাজ করছে এলাকায়। এরই প্রেক্ষিতে সংখ্যালঘু সম্প্রদায়সহ সরকারি অফিস-প্রতিষ্ঠান, সাধারন মানুষের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে যাতে হামলা না হয় সেজন্য উপজেলা নির্বাহী অফিসার বিএনপি ও বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন।
এসময় নেতৃবৃন্দ সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান কিংবা সরকারি অফিস-প্রতিষ্ঠানে কোন হামলা হবে না বলে আশ্বস্ত করেন। নেতৃবৃন্দ বলেন, বেশ কয়েকদিন ধরে সরকার পতনের পর থেকে বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দ সংখ্যালঘুদের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে গিয়ে আশ্বস্ত করে এসেছেন। এমনকি তাদের ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা মন্ডপে নিরাপত্তার আশঙ্কা থাকলে নেতৃবৃন্দ পাহারা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রতিনিয়ত তাদের সাথে যোগাযোগ রাখছেন।
গত ৭ জুলাই বুধবার অনুষ্ঠিত মতবিনিময়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস নেতৃবৃন্দের সহযোগিতামূলক মনোভাবের প্রশংসা করেন।
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব শরিফুজ্জামান শরিফ, উপজেলা সহকারি কমিশনার ভ‚মি আশীষ কুমার বসু, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম, উপজেলা বিএনপির সিনিয়র-সভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাধারন সম্পাদক সাবেক চেয়ারম্যান ম্যান আমিনুল হক রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাধারন সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, বাড়াদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবারক হোসেন, আইলহাঁস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনাজ উদ্দিন বিশ^াস, উপজেলা জামায়াতের আমির সাবেক চেয়ারম্যান দারুস সালাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, আলমডাঙ্গা পৌর জামায়াতের নেতা নুর মোহাম্মদ হুসাইন টিপু, জামায়াত নেতা প্রভাষক শফিউল আলম বকুল, পৌর জামায়াতের শরিফুল ইসলাম পিন্টু, ইসলামী ছাত্রশিবিরের শিবির পৌর শাখার সভাপতি আক্তারুজ্জামান, ইসলামী ছাত্রশিবিরের থানা সাথী শাখার সভাপতি রবিউল ইসলাম, কালিদাসপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেন লালন, সহসভাপতি বাবলু মিয়া প্রমুখ।
এদিকে বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস তার অফিসে বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন সনাতন ধর্মাবলম্বী নেতাদের মধ্যে সুশিল কুমার ভৌতিকা, ডা. অমল কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্রনাথ দত্ত, অসীম কুমার সাহা, বিদ্যুৎ কুমার সাহা, লিপন বিশ্বাস, পরিমল কুমার ঘোষ কালু প্রমুখ।