আলমডাঙ্গা থানা, সরকারি স্থাপনার নিরাপত্তা ও ট্রাফিকের দায়িত্ব পালন করছে আনসার বাহিনী
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা আলমডাঙ্গা থানা, সরকারি স্থাপনার নিরাপত্তা ও ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। আনসার ব্যাটালিয়ন ও সাধারন আনসার এবং ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন শুরু করেন।
বুধবার ৭ আগস্ট সকালে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সাথে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম আনসার ব্যাটালিয়ন ও সাধারন আনসার এবং ভিডিপি সদস্যদের সাথে নিয়ে আলমডাঙ্গা থানা ও সরকারি স্থাপনা এবং ট্রাফিকের দায়িত্ব পালন বিষয়ে কথা বলেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, এই মূহুর্তে সারা দেশে পুলিশ বিভাগ কর্মবিরতি পালন করছে। সে কারণে আনসার ব্যাটালিয়ন সারা দেশের সরকারি স্থাপনা ও থানার নিরাপত্তা দায়িত্ব পালন শুরু করেছে। এছাড়াও সাধারন আনসার ও ভিডিপি সদস্যরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে। তিনি আনসার ব্যাটালিয়ন ও সাধারন আনসার এবং ভিডিপি সদস্যদের উদ্দেশ্য করেন বলেন, আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। কোন জায়গায় কোন সংঘাতের আশঙ্খা দেখলে সার্থে সাথে আপনারা আমাকে এবং আপনাদের কর্তৃপক্ষকে জানাবেন।