বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদত বরণকারী ছাত্রছাত্রীদের আত্মার মাগফেরাত কমনা দোয়া
আলমডাঙ্গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদত বরণকারী সকল ছাত্রছাত্রীদের আত্মার মাগফেরাত কমনার্থে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার গোবিন্দপুর জামে মসজিদে খেলাফত মজলিস আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাফলি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা সভাপতি মাওলানা মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জোন পরিচালক সাবেক ব্যাংক কর্মকর্তা সিরাজুল ইসলাম। এসময় তিনি বলেন, বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল যা পারেন নাই। আমাদের সন্তানতুল্য ছাত্রছাত্রীরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটিয়ে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছেন। তাদেরকে জানাই আন্তরিক সালাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ¦ জাকারিয়া হাবীব। আলোচনা শেষে এই আন্দোলনে শাহাদত বরণকারী ছাত্রছাত্রীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।