১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ৬, ২০২৪
129
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ছাত্রজনতার গণঅভুত্থানে স্বৈরশাসক হাসিনার পদত্যাগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার ছাত্রজনতা মুহূর্মুহু স্লোগানে প্রকম্পিত হয় আলমডাঙ্গা শহর ও হাইরোডের রাজপথ। মঙ্গলবার ৬ আগস্ট বিকেলে আনন্দ মিছিলের আগে উপজেলা পরিষদ মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিল সমগ্র শহর প্রদক্ষিণ শেষে আল তায়েবা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে উপজেলা জামায়াতের আমির নাগদাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দারুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আমির রুহুল আমীন। এসময় তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায় আমাদের দেশের জনগোষ্ঠির অংশ। তাছাড়া, সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দায়িত্ব। তাদের নিরাপত্তা বিধানে সর্বাত্বক সচেতন থাকতে হবে। তাদের জানমালের নিরাপত্তা দিতে আমরা বদ্ধপরিকর। সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সাথে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। আমরা তাদের সাথেই রয়েছি। তাছাড়া, প্রশাসনকে সর্বাত্মক সহায়তা প্রদান করা হচ্ছে। থানা পুলিশের উপর কেউ যাতে আক্রমণ না করে সে ব্যাপারে দলীয়ভাবে আমরা সহযোগিতা অব্যাহত রেখেছি। বিজয়ের আনন্দ উল্লাসের নামে সব ধরনের সহিংসতা এড়িয়ে চলতে দলের সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে। এই সুযোগে দুস্কৃতিকারীরা বা অনুপ্রবেশকারীরা যেন সহিংসতা করতে না পারে সে ব্যাপারে বিস্তারিত নির্দেশনা দেন তিনি।


উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি এ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা জামায়াতের সহ সেক্রেটারি এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, আলমডাঙ্গা পৌর জামায়াত নেতা নুর মোহাম্মদ হুসাইন টিপু, উপজেলা পশ্চিম অঞ্চলের জামায়াতের আমির আব্বাস উদ্দিন, জামায়াত নেতা প্রভাষক শফিউল আলম বকুল, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি হাফেজ মহসীন, ইসলামী ছাত্রশিবিরের শিবির নেতা রবিউল ইসলাম, আখতারুজ্জামানসহ উপজেলার বিভিন্ন গ্রামের বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মিসহ কয়েক হাজার সাধারন জনতা উপস্থিত হন আনন্দ মিছিল ও সমাবেশে।


এদিকে সকালে আলমডাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলমডাঙ্গার সমন্বয়ক বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিজয় সমাবেশের আয়োজন করে। সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ^বিদ্যালয়, স্কুলে-কলেজের আলমডাঙ্গার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram