আলমডাঙ্গায় যুবককে গরম রড দিয়ে আঘাত করে রক্তাক্ত জখমের অভিযোগ
আলমডাঙ্গার বিনোদপুর গ্রামে মাদক সংশ্লিষ্ট ঘটনায় তর্কে জড়িয়ে গরম রড দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করা হয়েছে সোহাগ নামের এক যুবককে। গত বৃহস্পতিবার রাতে চায়ের দোকানের চুলা থেকে গরম রড তুলে সোহাগকে আঘাত করে হোসেন আলী। হোসেন আলী স্থানীয় মাদক ব্যবসায়ী বলে অভিযোগ রয়েছে।
প্রত্যক্ষদর্শী জানা সূত্রে জানায়, বিনোদপুর কলোনিপাড়ার আজিজুল হকের ছেলে সোহাগ ও একই গ্রামের হোসেন আলী সহ অনেকেই গ্রামের শহিদুলের চায়ের দোকানে বসে ছিলেন। তাদের মধ্যে কিছুদিন ধরে গ্রামে চুরিচামারি বেড়ে যাওয়ার বিষয়ে আলোচনা চলছিল। আলোচনার একপর্যায়ে সোহাগ এলাকার চিহ্নিত হোসেন আলীর বিরুদ্ধে মাদক কেনাবেচার প্রসঙ্গ তুলে গ্রামে চুরির ঘটনা বেড়েছে বলে অভিযোগ করেন। এ নিয়ে দুজনের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়। একপর্যায়ে হোসেন আলী চায়ের দোকানের চুলা থেকে গরম রড তুলে সোহাগকে আঘাত করে। গরম রডের আঘাতে সোহাগের একটি একটি হাত রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা সোহাগকে হারদী হাসপাতালে ভর্তি করেন।
সোহাগসহ এলাকার অনেকে জানান, হোসেন আলী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে বিনোদপুর গ্রামের গোলাপের ছেলে রনির কাছ থেকে বিভিন্ন মাদক নিয়ে এলাকায় বিক্রি করে। একারণেই গ্রামে চুরি বেড়েছে বলেও জানান সোহাগ।