১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলমডাঙ্গায় আলোচনা সভা ও শোক র্যালি
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলমডাঙ্গায় আলোচনা সভা ও শোক র্যালি করেছেন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আগস্ট মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকালে আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতা কর্মিরা বৃষ্টি উপেক্ষা করে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করে।
“শোকাবহ আগস্ট, শোক থেকেই হোক শক্তি” এ ¯েøাগানকে সামনে রেখে শোক র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও শোক র্যালিতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টচারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কেএম মঞ্জিলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলম হোসেন, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুম বিল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা খাতুন, ইউপি চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস, আশিকুজ্জামান ওল্টু, আলহাজ্ব শেখ আশাদুল হক মিকা, সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে জয়নাল আবেদীন, মকবুল হোসেন, শহিদুল ইসলাম লাল্টু, বিল্লাল গনি, বীর মুক্তিযোদ্ধা দিদার আলী, রাহাব আলী, আব্দুল খালেক,মারফত আলী হেলাল মাস্টার, পৌর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে সিরাজুল ইসলাম, লাবলু,
আওয়ামীলীগ নেতা মোশারেফ হোসেন, পানোয়ার মোল্লা, আব্দুর রশিদ, যুবলীগ নেতা মামুন অর রশিদ হাসান, স¤্রাট, মিরাজুল ইসলাম রঞ্জু, ছাত্রলীগ নেতা সজল আহমেদ, চুয়াডাঙ্গা জেলা বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন আলমডাঙ্গা শাখার সাধারন সম্পাদক সাহাবুল ইসলাম, অটো সমিতির সভাপতি লাল্টুসহ উপজেলা ও পৌর আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মি।