আলমডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা
আলমডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ন্যায় এ বছরেও ৩০ জুলাই উদ্বোধন হওয়া মৎস্য সপ্তাহ ৫ আগস্ট সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ বছরের মৎস সপ্তাহের মূল প্রতিপাদ্য বিষয় " ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ"। ৩০ জুলাই ১১ টায় আলমডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষ্যে আলমডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আঁখি সাংবাদিকদের জানান, মাইকিংয়ে মাধ্যমে প্রচারণা, সড়কে র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা, স্থানীয় পর্যায়ে সফল মাছচাষী ব্যক্তি, উদ্যোক্তা, প্রতিষ্ঠানকে মৎস্য পুরস্কার প্রদান, উপজেলা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয় অবমুক্ত কারণ, প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়, মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পানির ভৌত রাসায়নিক পরীক্ষা, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগত সাফল্য বিষয় নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা ছাড়া, জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাংবাদিকসহ আলমডাঙ্গা মৎস্য অধিদপ্তরের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক বেলাল হোসেন, অফিস সহায়ত আসাদুজ্জামান, সাবেক লিফ মোঃ মারুফুল বিশ্বাস অরুপ প্রমূখ।