আলমডাঙ্গায় গড়গড়ি গ্রামের মাদক ব্যবসায়ী সাহাবুল গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ গড়গড়ি গ্রামে মাদক ব্যবসায়ী হাসানের বাড়িতে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সাহাবুলকে গ্রেফতার করেছে। পুলিশে উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায় হাসান। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সাহাবুলের নিকট থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। শনিবার ২৭ জুলাই আলমডাঙ্গা থানা পুলিশ সাহাবুলকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গড়গড়ি গ্রেফতার করে।
জানাগেছে, উপজেলার জেহালা ইউনিয়নের গড়গড়ি গ্রামের গোলাম খাঁর ছেলে মাদক সম্রাট হাসান খাঁ দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয় করে আসছে। হাসান তার এলাকায় বেশ কিছু মাদক ব্যবসায়ীদের ট্যাপেন্টাডল ট্যাবলেট পাইকারি বিক্রয় করে। এছাড়াও সে নিজ বাড়ির আশপাশে মাদক সেবকদের নিকট খুচরা বিক্রয় করে।
হাসানের নিকট থেকে ট্যাপেন্টাডল পাইকারি কিনে খুচরা বিক্রয় করে সাহাবুল ইসলাম। আলমডাঙ্গা থানা পুলিশের এসআই ফরহাদ ও এসআই রকিবুল সঙ্গীয় ফোর্স নিয়ে গড়গড়ি গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক সম্রাট হাসান খাঁ পালিয়ে যায়। পুলিশ ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে গড়গড়ি গ্রামের আরেক মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলামের ছেলে সাহাবুল ইসলাম(৩০) কে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।