শ্যাম-কুল দুটোই হারালেন আলমডাঙ্গা মধুপুরের নববিবাহিত রিপা
আলমডাঙ্গার জামজামী গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে উঠে লাঞ্ছনার শিকার হয়েছে নববিবাহিত প্রেমিকা রিপা। প্রেমিক বিয়েতে রাজি না হওয়ায় তার বাড়ির লোকজন সদ্য বিবাহিত স্বামীকে ছেড়ে আসা প্রেমিকাকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ২৬ জুলাই শুক্রবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর পর্যন্ত প্রেমিক জামজামী গ্রামের বকুল হোসেনের বাড়িতে ওই প্রেমিকা অবস্থান করে। এসময় গ্রামের কিছু লোক মারধরের বিচার ও বিয়ের ব্যবস্থা করবেন বলে প্রেমিকাকে তার বাপের বাড়িতে রেখে আসে।
আলমডাঙ্গার মধুপুর গ্রামের প্রতারিত প্রেমিকা রিপা খাতুন (২৫) জানায়, প্রায় চার বছর ধরে জামজামী গ্রামের মহির আলীর ছেলে বকুল হোসেনের সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে। দীর্ঘদিন ধরে তারা ইমো, হোয়াটস অ্যাপসহ বিভিন্ন লাইনে ভিডিও কলে খোলামেলা কথাবার্তা বলে আসছিল। বকুলের বিয়ের প্রতিশ্রুতিতে তারা ইতোপূর্বে স্বামী-স্ত্রীর মত অনেক জায়গায় গোপনে মেলামেশাও করেছে। কিন্ত পরিবার তাকে মাস দুয়েক আগে পার্শ্ববর্তী হরিনাকুন্ডু এলাকায় বিয়ে দিয়ে দেয়। এরপরই বকুল তাকে স্বামীকে ছেড়ে তার বাড়ি জামজামীতে চলে আসতে পীড়াপীড়ি করতে থাকে। বকুলের পীড়াপীড়িতে শুক্রবার সকালে সে তাদের বাড়িতে গিয়ে ওঠে।
সে জানায়, বকুলের কথামত তাদের বাড়িতে উঠলে বকুল বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এরপর তার পরিবারের লোকজন তাকে মারধর করতে থাকে। তাদের বাড়ি থেকে তাকে মেরে বের করে দেয়। পরে জামজামী গ্রামের কিছু লোক তাকে তার বাপের বাড়িতে রেখে আসে।
প্রতারিত প্রেমিকা এর আইনগত ব্যবস্থা নিবে বলে জানিয়েছে।