আলমডাঙ্গায় মাদকসহ বিভিন্ন মামলার ৭ জন গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক মামলার ৪জনসহ বিভিন্ন মামলার ৭ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকালে মাদক মামলার ৪ জনের নিকট থেকে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে থানা পুলিশ। বৃহস্পতিবার ২৫ জুলাই রাতে তাদেরকে গ্রেফতার করে।
জানাগেছে, উপজেলার জেহালা ইউনিয়নের অঘরনাথ মোড় এলাকার জালাল উদ্দিনের ছেলে সজল আহমেদ(২৮) দীর্ঘদিন ধরে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয় করে আসছিল। তাকে মাদক বিক্রয়কালে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ টাকাসহ গ্রেফতার করে। নাগদাহ গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে দামুড়হুদা উপজেলার দেউলী গ্রামের বাদশা মন্ডলের ছেলে মিরাজুল হক (২৬) ও নাগদাহ গ্রামের জবেদ আলী মন্ডলের ছেলে আশরাফুল ইসলাম(৪৫) কে গাঁজাসহ গ্রেফতার করে। তারা বিভিন্ন জায়গা থেকে গাঁজা নিয়ে এসে নাগদাহ এলাকায় বিক্রয় করে।
আলমডাঙ্গা পৌর এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রয়কালে জেহালা অঘরনাথ মোড়ের মৃত মধু সরদারের ছেলে বর্তমানে বাবুপাড়ায় ভাড়া বাসায় বসবাসকারি তারেক সরদারকে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেছে। এছাড়া পৌর এলাকায় অভিযান চালিয়ে গোবিন্দপুর মিয়াপাড়ার আব্দুর রবের ছেলে শামীম(২৫), একই পাড়ার লিটন আলীর ছেলে আব্দুল আলীম (১৪) ও ঘোলদাড়ি পাইকপাড়া গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে মনিষ উদ্দিন(৪৫) কে গ্রেফতার করে। তাদের সকলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।