আলমডাঙ্গায় অনুমোদনবিহীন ফিড বিক্রয় করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা
আলমডাঙ্গায় প্রাণীসম্পদ অধিদপ্তরের অনুমোদনবিহীন ম্যাজিক ফিড বিক্রয় করার অপরাধে হাটবোয়ালিয়ার সুমন এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার ১১ জুলাই আলমডাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভুমি আশীষ কুমার বসু ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
জানাগেছে, উপজেলার কেশবপুর গ্রামের মৃত রফাল মন্ডলের ছেলে একত আলীর(৪৩) হাটবোয়ালিয়া মিলবাজারে সুমন এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানটিতে মাছের খাদ্য, পোল্ট্রি মুরগির খাদ্য ও গো-খাদ্য বিক্রয় করেন একত আলী। বেশ কিছুদিন ধরে তিনি প্রাণীসম্পদ অধিদপ্তরের অনুমোদনবিহীন সততা ফিড ইন্ডাষ্ট্রিজের তৈরিকৃত ম্যাজিক ফিড বিক্রয় করে আসছিলেন।
অনুমোদন বিহীন ফিড বিক্রয়ের বিষয়টি জানার জন্য উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি হাটবোয়ায়িলা মিলবাজারের সুমন এন্টারপ্রাইজে গিয়ে এর সত্যতা পান। তিনি উপজেলা সহকারি কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসুর নিকট অভিযোগ করেন।
উপজেলা সহকারি কমিশনার ভুমি আশীষ কুমার বসু তৎক্ষণাৎ হাটবোয়ালিয়া মিলবাজারে সুমন এন্টাপ্রাইজে উপস্থিত হন। ঘটনার সত্যতা পেয়ে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এসময় একত আলীকে এ ধরণের পন্য বিক্রয় না করা জন্য সতর্ক করে দেন। ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রাণী সম্প্রসারন কর্মকর্তা ডা. এ.এন.এম মোস্তাকিন মুকুট, আলমডাঙ্গা হাটবোয়ালিয়া ক্যাম্প পুলিশের টুআইসি আমিনুর ইসলামসহ সঙ্গীয় ফোর্স।