আলমডাঙ্গায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
আলমডাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১০ জুলাই আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বি-টিম মাঠে বিকেল ৩ টায় সময় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান কে.এম. মঞ্জিলুর রহমান।
এসময় তিনি বলেন, খেলাধুলা আমাদেরকে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা করতে শেখায়। পরাজয়কে পরাভব করতে শেখায়। নেতৃত্ব দানের মানসিকতা সৃষ্টি করে। সুস্থ দেহ-মনের প্রধান নিয়ামক নিয়োমিত খেলাধুলা করা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুম বিল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, আইলহাঁস ইউপি চেয়ারম্যান মিনাজ উদ্দীন বিশ^াস, বাড়াদি ইউপি চেয়ারম্যান তবারক হোসেন, নাগদাহ ইউপি চেয়ারম্যান এজাজ ইমতিয়াজ বিপুল জোয়ার্দ্দার, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান শেখ আশাদুল হক মিকা, পৌর কাউন্সিলর আব্দুল গাফফার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, কৃষি অফিসার রেহানা পারভীন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা এএস মাহমুদ শাহারিয়ার, আলমডাঙ্গা প্রাণী সম্প্রসারন কর্মকর্তা ডা. এ.এন.এম মোস্তাকিন মুকুট, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক খন্দকার জিহাদ ই জুলফিকার টুটুল।
আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার প্রভাষক শরিফুল ইসলাম, আমিরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত শামীম সুলতান, উপজেলা মাধ্যমিক একাডেমি সুপার ভাইজার ইমরুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা নির্বাচন অফিসার মশিউর রহমান, উপজেলা আইসিটি অফিসার মোস্তাফিজুর রহমান, প্রকল্প কর্মকর্তা আব্দুল মান্নান, যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ক্রীড়া শিক্ষক মোহাম্মদ আলী সিদ্দিক, মহসিক কামাল, মুনসুর আলী মাস্টার, আব্দুল সালাম, আবুল হাসান, ক্রীড়া সংগঠক মিজুনুল হক, সোহাগ আলী, মন্ডল, ইউনুস আলী, রনি আলম প্রমুখ। উদ্বোধনী খেলায় আইলহাঁস ইউনিয়ন ২-০ গোলে বাড়াদিকে হারিয়ে এবং নাগদাহ ইউনিয়ন ১-০ গোলে বেলগাছী ইউনিয়নকে হারিয়ে জয়লাভ করে। খেলায় ধারা বিবরণী দেন এইচ আর জীবন, রোকনুজ্জামান হেলাল, খেলা পরিচালনা (রেফারি) করেন পুলিশ সদস্য রাজু আহমেদ, জুয়েল রানা, আফজাল হোসেন।