মরহুম অগ্নিসেনা খ্যাত বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিনকে মৃতকালীন অনুদানের টাকা প্রদান
চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শ্রমিক ইউনিয়নের সদস্য(চালক) মরহুম অগ্নিসেনা খ্যাত বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিনকে মৃতকালীন অনুদানের টাকা প্রদান করা হয়েছে। সোমবার ৮ জুলাই আলমডাঙ্গা শাখা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আলমডাঙ্গা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাকালিন সদস্য(চালক) মরহুম অগ্নিসেনা খ্যাত বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিনের স্ত্রী হামিদা খাতুনের হাতে অনুদানের ৫০ হাজার টাকা তুলে দেন।
মৃতকালীন অনুদান প্রদান অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাজী রিপন মন্ডলের উপস্থাপনায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর সভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মুসা করিম ঠান্ডু, রফিকুজ্জামান রানা, কোষাধ্যক্ষ সাহাজুল ইসলাম মন্টু,
আলমডাঙ্গা শাখা কার্যালয়ের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারন সম্পাদক সাহাবুল হক, চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ট্যাংক লরী শ্রমিক ইউনিয়ন আলমডাঙ্গা শাখা কার্যালয়ের সভাপতি রিয়াজ উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক আলা উদ্দিন, আলমডাঙ্গা শাখা কার্যালয়ের সহ-সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাসিম, কোষাধ্যক্ষ উজ্জ্বল শেখ, কার্যকারী সদস্য কিপাতুল্লাহ বাবা, রাকিব, আ.ক.ম রাসেল পারভেজ রাজু প্রমুখ।