৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ৭, ২০২৪
132
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু হয়। উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে পালন করা হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রা । রবিবার ৭ জুলাই বিকেল ৫টায় আলমডাঙ্গা শ্রী শ্রী সত্য নারায়ন মন্দির চত্বর থেকে শুরু হয় রথযাত্রা। রথযাত্রা মহোৎসব উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি হাইরোড রেলস্টেশন থেকে শহর প্রদক্ষিণ শেষে রথযাত্রা শ্রী শ্রী সত্য নারায়ণ মন্দিরে এসে শেষ হয় । আগামি ১৫ জুলাই উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে ।

রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি সুশীল কুমার ভৌতিকার সভাপতিত্বে রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র হাসান কাদির গনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আনিসুজ্জামান লালন, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস, উপজেলা সহকারি কমিশনার ভ‚মি আশীষ কুমার বসু, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গণি মিয়া, পৌর কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, জেলা পূজা উদযাপন কমিটির সহসভাপতি সমীর কুন্ডু।

রথযাত্রা উদযাপন কমিটির সাধারন সম্পাদক ও পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি নয়ন সরকারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন পবন ভৌতিকা, সহসভাপতি পলিমল ঘোষ কালু, বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্ট প্রতিনিধি অসীম কুমার সাহা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পৌর সভাপতি বাবু লিপন বিশ্বাস, সাধারন সম্পাদক পলাশ আচার্য, তনময় দত্ত, উৎপল দত্ত, বিপুল সাহা, রথতলা দূর্গা মন্দিরের সভাপতি বাবু বিদ্যুৎ সাহাসহ আলমডাঙ্গা সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ ও যুব সমাজ সনাতন ধর্মাবলম্বী। এক নাম সংঘ“র পরিচালনায় কীর্তন পরিবেশন করেন বাবু গোপেন আচার্য।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram