১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় পানিতে ডুবে নিহত শিশুর পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ৪, ২০২৪
92
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় পানিতে ডুবে নিহত বাক প্রতিবন্ধি শিশু খাদিজার পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার ৩ জুলাই আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস নিহত বাক প্রতিবন্ধি শিশুকন্যার পিতা লিটন আলীর হাতে আর্থিক সহায়তার ২০ হাজার টাকা তুলে দেন। উপজেলা প্রশাসনের ত্রাণ শাখা হতে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

নিহত বাকপ্রতিবন্ধি শিশুকন্যা খাদিজা খাতুন(৭) উপজেলার কালিসদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামের লিটন আলীর মেয়ে। ২ ছেলে ১ মেয়ের মধ্যে বাকপ্রতিবন্ধি খাদিজা সবার ছোট। খাদিজা বাকপ্রতিবন্ধি হওয়ায় পরিবারের সকলের কাছে প্রিয়পাত্রী ছিল সে। গত ২২ জুন সন্ধ্যায় বাড়ির পাশের গর্তের পানিতে ডুবে মারা যায় খাদিজা। তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে মৃত ঘোষনা করেন চিকিৎসক।

আর্থিক সহায়তা প্রদান কালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, কালিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আশাদুল হক মিকা, আসাননগর গ্রামের ইউপি সদস্য নজর”ল ইসলাম।

এসময় উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যু খুবই হৃদয়বিদারক ঘটনা। শিশুদের নিরাপত্তার ব্যাপারে অভিভাবকদের আরও বেশি সজাগ থাকতে হবে। এখন বর্ষাকাল বাড়ির আশপাশ সকল পুকুর, গর্ত, খাল, বিল পানিতে ভরে গেছে। শিশুদের একা একা ছেড়ে দেওয়া যাবে না। তাদেরকে চোখে চোখে রাখতে হবে। প্রয়োজনে তাদেরকে নিজে সাথে করে নিয়ে গিয়ে বাইরে থেকে ঘুরিয়ে আনতে হবে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram