১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার দামুড়হুদার জয়রামপুর দুই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ৩, ২০২৪
118
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

চুয়াডাঙ্গার দামুড়হুদা জয়রামপুরে দুই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে উজ্জল হোসেন (২৮) নামে এক আলমসাধু চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ইব্রাহীম হোসেন (৪০) নামে অপর চালক। ৩ জুলাই, বুধবার সকাল ১১টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঠালতলায় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত উজ্জ্বল হোসেন (২৮) আলমডাঙ্গা উপজেলার নওদা হাপানিয়া গ্রামের মোহাম্মদ আমির আলীর ছেলে। আহত ইব্রাহীম হোসেন একই উপজেলার ভালাইপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর জানান, সকালে জয়রামপুরে মাছ ও কাঠবোঝায় দ্রুতগতির দুই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই আলমসাধুর চালকই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক উজ্জল হোসেনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহত উজ্জলের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram