৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় কবি আসাদ বিন হাফিজ স্মরণ-সন্ধ্যা

প্রতিনিধি :
ইমদাদুল হক
আপডেট :
জুলাই ১, ২০২৪
357
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

ফররুখ আহমদের আদর্শের কবি আসাদ বিন হাফিজ ৬৬ বছর বয়সে আজ রাত ১২টা ৫৫ মিনিটে ইন্তিকাল করেছেন। তিনি ১৯৫৮ সালের ১ জানুয়ারি গাজীপুর জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত বড়গাও গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মুহাম্মদ হাফিজউদ্দীন মুন্সী এবং মা জুলেখা বেগম।

আজ সন্ধ্যায় আলমডাঙ্গা ইসলামিক কর্নারে কবি আসাদ বিন হাফিজ স্মরণে তার জীবনী আলোচনা ও কবিতা পাঠের আসর আয়োজিত হয়। প্রথমে কবির সংক্ষিপ্ত জীবনী আলোচনা করেন ইমদাদুল হক।

আসরে কবি আসাদ বিন হাফিজের কবিতা পাঠ করেন কাজল আহমেদ, নাদিউজ্জামান রিজভী, মুহাম্মদ আব্দুল্লাহ ও ইমদাদুল হক। কবির লেখা ইসলামি সংগীত পরিবেশন করেন আল ইমরান বকুল এবং আল মাহমুদের কবিতা পাঠ করেন বেলায়েত হোসেন বিপু।

অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুভূতি ব্যক্ত করেন, মাহদি হাসান, আব্দুল গনি ও সিদ্দিক হোসেন। সবশেষে কবির মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। মুনাজাত পরিচালনা করেন মুফতি মাহদি হাসান।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram