আলমডাঙ্গায় দুই প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা জরিমানা
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ১, ২০২৪
212
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন। শনিবার(২৯ জুন) পৌর এলাকার লাল ব্রিজ মোড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারি পরিচালক সজল আহমেদ এ অভিযান চালিয়ে জরিমানা করেন।
জানাযায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আলমডাঙ্গা শহরেরর বিভিন্ন দোকান, খাবার হোটেলসহ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে আলমডাঙ্গা পৌর এলাকার লাল ব্রিজ মোড়ে মেসার্স কাশেম ফল ভান্ডারে মুল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা এবং মেসার্স আল্লাহর দান হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও সংরক্ষণ করার কারণে ১০ হাজার জরিমানা করেন।
অভিযান পরিচালনা কালে আলমডাঙ্গা পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর মাহাফুজ আহমেদ রানা ও আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।