চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের সংবর্ধনা উপলক্ষে প্রস্তুতি সভা
জেলা যুবলীগের আহবায়ক ও চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নঈম হাসান জোয়ার্দ্দারকে সংবর্ধনা প্রদান উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৮ জুন আলমডাঙ্গা আওয়ামী যুবলীগের কার্যালয়ে আলমডাঙ্গা উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আগামী ৯ জুলাই মঙ্গলবার আলমডাঙ্গা উপজেলা মঞ্চে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
প্রস্তুতি সভায় আলমডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও খাসকররা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাফসির আহমেদ মল্লিক লালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সাবেক জেলা পরিষদের সদস্য তপন কুমার বিশ^াস। বিশেষ অতিথি ছিলেন জেহালা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান শিলন।
আলমডাঙ্গা পৌর যুবলীগের আহবায়ক আসাদুল হক ডিটুর উপস্থাপনায় উপস্থিত ছিলেন কুমারী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোজাম্মেল হক, সিনিয়র সহসভাপতি ইমদাদুল হক, নাগদাহ ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রভাষক আবুল হাসনাত, যুবলীগ নেতা রায়হান, শিফাত, রাজাবুল, বাবুল, ডাউকি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আরিফুল ইসলাম, সাধারন সম্পাদক ও সাবেক ইউপি সদস্য রবিউল ইসলাম, জামজামি ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু মুসা, যুবলীগ নেতা মতিয়ার রহমান, হারদী ইউনিয়ন যুবলীগ নেতা পান্না, রাসেল আহমেদ, ভাংবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুন রেজা, সাধারন সম্পাদক শেখ জাফর, গাংনী ইউনিয়ন যুবলীগ নেতা বজলুর রহমান, সাঈদ মেম্বার, বাড়াদি ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফ উদ্দিন, সাধারন সম্পাদক সেতু, খাদিমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল হোসেন, যুবলীগ নেতা সেলিম, চিৎলা ইউনিয়ন যুবলীগের সভাপতি ইনতাদুল মেম্বার, যুবলীগ নেতা রবিউল ইসলাম, আইলহাস ইউনিয়ন যুবলীগ নেতা কুদ্দুস, বিপ্লব হোসেন, আলমডাঙ্গা পৌর যুবলীগ নেতা রনি, রিপন, মিলন, ওয়াসিম, আলম, সুইট, কৃষ্ণ, রাসেল, রকি, তাপস, রনি, রাসেল প্রমুখ।