আলমডাঙ্গায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামের্ন্ট (অনুর্ধ্ব-১৭)“র প্রস্তুতি সভা
আলমডাঙ্গায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামের্ন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭)“র আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৭ জুন উপজেলা পরিষদের হলরুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামের্ন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭)“র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন আইলহাস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিনাজ উদ্দিন, আলমডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র জহুরুল ইসলাম স্বপন, উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত শামিম সুলতান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক খন্দকার জিহাদ-ই-জুলফিকার টুটুল, ইউনিয়ন পরিষদের সচিব আলমগীর হোসেন, কামরুজ্জামান, লিমন হোসেন, আব্দুস সালাম, ক্রীড়া শিক্ষক মুশফিকুর রহিম, মহসিন কামাল, কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা, সাবেক খেলোয়ার মিজানুর রহমান, সোহাগ, ইউনুস আলী, বিশিষ্ট ব্যবসায়ী মামুনুর রহমান মন্ডল, তুষার মুক্ত স্কাউট দলের তন্ময় কুমার বিশ^াস প্রমুখ।
আগামী ১০ জুলাই আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিটিম মাঠে বালক ও বালিকাদের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হবে।