৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুন ২৮, ২০২৪
80
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

যুব ফোরাম চুয়াডাঙ্গা জেলা কর্তৃক আয়োজিত বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রা শেষে আলমডাঙ্গা সরকারি কলেজে এক সেমিনার অনুষ্ঠিত হয়।

ওই শোভাযাত্রা ও সেমিনারে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ মাদক বিরোধী দিবসের মূল শ্লোগান ছিল ""মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি।" সেমিনারে আসাদুজ্জামান লিমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল মোনয়েম (চলতি দায়িত্ব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গার থানার পুলিশ পরিদর্শক আবু সাঈদ, যুব ফোরাম খুলনা বিভাগের উপদেষ্টা আজিবর রহমান, আলমডাঙ্গা শেফা ক্লিনিকের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আবু সালেহ মোঃ ইমরান।
সেমিনার শেষে শুরু হয় প্রশ্ন উত্তর পর্ব। অতিথিবৃন্দ প্রশ্ন করেন আর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রশ্নের উত্তর প্রদান করেন। সঠিক উত্তরদাতাকে বাছাই করে যুব ফোরামের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়। এরপর যুব ফোরামের পক্ষ থেকে সেরা ১১ জন স্বেচ্ছাসেবককে বই উপর হিসেবে দেওয়া হয় শেষে ৬ জন অতিথি সহ ১৫ জন শিক্ষার্থীর হাতে গাছের চারা উপহার হিসেবে তুলে দেন যুব ফোরাম খুলনা বিভাগের সভাপতি মোঃ আসাদুজ্জামান লিমন।

কুইজ প্রতিযোগিতায় এককভাবে প্রাধান্য বিস্তার করে এরশাদপুর অ্যাকাডেমির শিক্ষার্থিরা।
এদের মধ্যে নবম শ্রেণির চার শিক্ষার্থী শায়েরি, মুন্নি, রাজিয়া ও তাসফিয়া একাধারে প্রথম, দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম পুরস্কার অজন করে ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram