আলমডাঙ্গায় অবৈধভাবে মাটি কেটে বিক্রয় করার ৫০ হাজার টাকা জরিমানা
আলমডাঙ্গায় অবৈধভাবে কৃষি জমিতে এক্সকেভেটর দিয়ে মাটি কেটে বিক্রয় করার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ২৫ জুন দুপুরে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করেন।
জানাগেছে, পৌর এলাকার বন্ডবিল মাঠে বন্ডবিল গ্রামের মুন্সি মজিবর রহমানের ছেলে মুন্সি মশিউর রহমান অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খননের নামে এক্সকেভেটর দিয়ে মাটে বিক্রয় করে আসছে। এমন অভিযোগ মঙ্গলবার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস ঘটনাস্থলে যান।
তিনি অভিযোগের সত্যতা প্রমান পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে তিনি জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এসময় আলমডাঙ্গা থানার এসআই রকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।